Viral

Viral: বিমান চালিয়ে বাবা-মাকে বাড়ি পৌঁছে দিলেন পাইলট, ক্যামেরাবন্দি হল সেই মুহূর্ত

বিমানে উঠেই চমকে গেলেন জয়পুরের দম্পতি। দেখলেন, তাঁদেরই পুত্র সেই বিমানের পাইলট। এই ভিডিয়োয় মজেছেন অনেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৮:৩০
Share:

ছবি ইনস্টাগ্রাম।

বিমানে চড়ে বাড়ি ফিরছিলেন জয়পুরের এক দম্পতি। ঘুণাক্ষরেও জানতে পারেননি যে, ওই বিমানের পাইলট তাঁদেরই সন্তান। বিমানে পা রাখতেই দেখলেন, পাইলটের পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের পুত্র। ছেলেকে এ ভাবে দেখে রীতিমতো চমকে গেলেন।

Advertisement

তার পর ককপিটে বাবা-মাকে বসিয়ে ছবি তুললেন ছেলে। বাবা-মাকে এ ভাবে পেয়ে আপ্লুত ওই পাইলট। সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

Advertisement

জানা গিয়েছে, ওই পাইলটের নাম কমল কুমার। ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্ত নিজেই শেয়ার করেছেন ওই পাইলট। তিনি লিখেছেন, 'যে দিন থেকে বিমান চালাচ্ছি, সে দিন থেকেই অপেক্ষা করছিলাম এই মুহূর্তের জন্য। অবশেষে সেই সুযোগ এল।'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement