ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দাঁত বসিয়ে রয়েছে শিকারের গলায়। বাচ্চা হরিণকে শিকার করে ঘন জঙ্গলের দিকে ছুটে চলেছে বাঘিনি। কখনও আবার রানির চালে হাঁটছে সে। সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ঘটনাটি বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের। সেই সময় জঙ্গলে উপস্থিত ছিলেন প্রকৃতিবিদ ইমরান খান। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখতে ভোলেননি তিনি। এই দৃশ্যের সাক্ষী থেকেছেন কয়েক জন পর্যটকও। জঙ্গলে সাফারি করতে বেরিয়ে চোখের সামনে লক্ষ্মীকে শিকার ধরে নিয়ে যেতে দেখেছেন তাঁরা।
ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বাচ্চা একটি হরিণ শিকার করে ঘন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে এক বাঘিনি। তার নাম লক্ষ্মী। বাঘিনির মুখের দু’দিক থেকে ঝুলছে হরিণের মৃতদেহ। রানির চালে হাঁটছে সে। দূরে দাঁড়িয়ে এক দল হরিণ তাকিয়ে রয়েছে লক্ষ্মীর দিকে।
ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘এত সকাল সকাল মনে হয় জলখাবার সারতে হরিণ নিয়ে যাচ্ছিল সে।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘ভিডিয়োটি দেখে গা শিউরে উঠল যেন। খাদ্য-খাদকের সম্পর্কও অবাক করে দেয়। প্রকৃতির কী নিয়মকানুন!’’