Viral Video

‘নেলপলিশ পরানো সহজ নাকি!’ স্ত্রীর নখে আঁকিবুঁকি করে দিলেন স্বামী, ভিডিয়ো ভাইরাল

স্ত্রীর দুই হাতেই নেলপলিশ পরিয়ে দিলেন। শুধু তাই নয়, ফাইলিং থেকে শুরু করে সরু ব্রাশ দিয়ে নকশাও এঁকে দিলেন নখের উপর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৭:২৭
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

স্ত্রী পেশায় নেল আর্টিস্ট। নেলপলিশ পরানো থেকে শুরু করে নখের সাজসজ্জার যাবতীয় সব কিছুই তরুণীর নখদর্পণে। তবে এই কাজ কি এতই সহজ নাকি! পরীক্ষা করতে স্ত্রীকে নিজেই নেলপলিশ পরাতে বসে পড়লেন তাঁর স্বামী। নেলপলিশ পরিয়ে নখের উপর করে দিলেন আঁকিবুঁকিও। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

তরুণীর নাম কেলি রাসমুসেন। আরিজ়োনার মেসা শহরের বাসিন্দা। তিনি। বিবাহিতা কেলি পেশায় নেল আর্টিস্ট। তাঁর বাড়িতে নখের সাজসজ্জা সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি রয়েছে। রয়েছে নানা ধরনের ব্রাশও। কেলির স্বামী সে সব নিয়ে ‘কাজে’ বসে পড়লেন। স্ত্রীর দুই হাতেই নেলপলিশ পরিয়ে দিলেন। শুধু তাই নয়, ফাইলিং থেকে শুরু করে সরু ব্রাশ দিয়ে নকশাও এঁকে দিলেন নখের উপর। নিজের ‘শিল্পকর্ম’ দেখে নিজেই অবাক কেলির স্বামী। কাজ শেষ হওয়ার পর তিনি বলেন, ‘‘আমার নিজের জন্য গর্ববোধ করছি।’’ ভিডিয়োটি ‘বাইকেলিরাস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে। কেলির স্বামীর নিপুণ কাজ দেখে প্রশংসা করেছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক মহিলা নেটাগরিক মজা করে মন্তব্য করেন, ‘‘আমি তো ভাবতেই পারছি না। আমার স্বামীকে যদি বলি নেলপলিশ পরিয়ে দিতে, ও যে কী করবে তা ভেবেই আতঙ্ক হচ্ছে।’’ আবার এক জন কেলিকে উদ্দেশ করে বলেন, ‘‘তুমি খুব ভাগ্যবতী। তোমার স্বামী সত্যিই তোমায় খুব ভালবাসে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement