Viral Video

কুকুর দেখে লেহঙ্গা তুলে দৌড় কনের! তছনছ বিয়ের মণ্ডপ, ভাইরাল ভিডিয়ো

কুকুরটিকে দেখে কোন দিক দিয়ে পালাবেন তা বুঝতে পারছিলেন না তিনি। পালাতে সুবিধা হবে বলে লেহঙ্গা তুলে এ দিক-সে দিক দৌড়চ্ছিলেন কনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১২:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ফুল দিয়ে সাজানো বিয়ের মণ্ডপ। বর এবং কনের সঙ্গে রয়েছেন দুই পক্ষের সদস্যেরাও। সেই ভিড়ের মাঝে ঢুকে পড়েছিল পরিবারের এক খুদে। মণ্ডপ জুড়ে দৌড়ে বেড়াচ্ছিল সে। তাকে দেখে লেহঙ্গা তুলে দৌড় দিলেন কনে। সমাজমাধ্যমে কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ব্রাইড_লেহঙ্গা_ডিজ়াইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা রঙের ছোট্ট একটি কুকুর দেখে ভয় পেয়েছেন কনে। কুকুরটিকে দেখে কোন দিক দিয়ে পালাবেন তা বুঝতে পারছিলেন না তিনি। পালাতে সুবিধা হবে বলে লেহঙ্গা তুলে এ দিক-ও দিক দৌড়চ্ছিলেন কনে। কিন্তু তাঁর সামনে দৌড়ে দৌড়ে চলে আসছিল কুকুরটি।

ভয় পেয়ে বরের হাত ধরে আড়াল হওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় মণ্ডপের মধ্যে রাখা একটি পাত্র থেকে চাল ছড়িয়ে যায়। তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে পা পিছলে মণ্ডপে প্রায় পড়ে যান এক তরুণ। তিনিও কুকুরটিকে দেখে দৌড়তে থাকেন। শেষ পর্যন্ত মণ্ডপ থেকে দৌড়ে পালিয়ে যান কনে। ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে। কেউ বলেছেন, ‘‘বাঘ তো নয়। এত মিষ্টি কুকুরকে দেখে কেউ আবার ভয় পায় নাকি!’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘কনে একটু বেশিই অভিনয় করে ফেলেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement