ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে হাতকড়া। এক হাতে দড়িও বাঁধা। তেমন ভাবেই বাইক চালাচ্ছেন এক তরুণ। বাইকের পিছনের আসনে হেলমেট পরে বসে রয়েছেন এক পুলিশকর্মী। আসলে বাইকচালক নিজেই অভিযুক্ত। পুলিশকে বাইকে বসিয়ে নিজেই থানায় যাচ্ছেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
‘মণীশ যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় হাতকড়া পরা এক তরুণকে বাইক চালাতে দেখা গিয়েছে। তরুণের পিছনে বসে রয়েছেন উর্দি পরা এক পুলিশকর্মী। তাঁর মাথায় হেলমেট। চালকের আসনে যে তরুণ রয়েছেন, তিনি আসলে অভিযুক্ত। তাঁর হাতে দড়ি বেঁধে তা বাইকের পিছনে বসে শক্ত করে ধরে রয়েছেন পুলিশকর্মী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরী এলাকায় ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হলে তা স্থানীয় পুলিশের নজর কাড়ে। পুলিশ সূত্রে খবর, বাইকের পিছনের আসনে যে পুলিশকর্মীকে দেখা গিয়েছে, প্রথমে তিনিই নাকি বাইক চালাচ্ছিলেন। শীতের সকালে ঠান্ডা লাগছিল বলে অভিযুক্তকে বাইক চালানোর নির্দেশ দেন তিনি। সেই পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।