—প্রতীকী ছবি।
সঙ্গীর সঙ্গে জলে নেমেছিল একটি গরু। কিন্তু জল থেকে ওঠার সময় ঘটে গেল একটি হাড়হিম করা ঘটনা। পিছন থেকে গরুটির পা কামড়ে ধরল একটি বিশাল কুমির। তবে অনেক টানাটানি করেও লাভ হয়নি। আশ্চর্যজনক ভাবে, কুমিরের মরণকামড়কে টেক্কা দিয়ে প্রাণ বাঁচাল গরুটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল সমাজমাধ্যমে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে ‘যুদ্ধ’ বেধেছে গরু এবং একটি হিংস্র কুমিরের মধ্যে। গরুটি জল থেকে উপরে উঠতেই দেখা যায়, তার পিছনের পা কামড়ে ধরেছে দৈত্যাকার একটি কুমির। টেনে গরুটিকে জলে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তবে গরুও কম নয়। মরিয়া হয়ে শরীর সামনের দিকে টেনে নিয়ে যায় সে। একটু পরে গরুর পা ছেড়ে দিতে বাধ্য হয় কুমিরটি । ব্যর্থ হয়ে ফিরে যায় জলের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কুমিরের যত দম সব জলে। জলের বাইরে কিছু করতে পারে না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘গরুর সঙ্গে গায়ের জোরে পারল না কুমির! বিশ্বাসই হচ্ছে না। যমকেও হার মানাল।’’