ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে ‘ভূতেরা’। ধীর পায়ে সামনের দিকে এগিয়ে চলেছে তারা। চোখেমুখে ভয়ঙ্কর অভিব্যক্তি। ছন্দ মিলিয়ে একসঙ্গে নেচেও উঠছে তারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নিউইয়র্কসিটি.এক্সপ্লোর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। এই ভিডিয়োয় ধরা পড়েছে ‘ভূতেদের’ নাচ। তবে এই নাচের সঙ্গে ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির ভূতেদের নাচের দৃশ্যের কোনও মিল নেই। এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের রাস্তায়।
হ্যালোউইন উপলক্ষে সেজে উঠেছে নিউ ইয়র্ক। সেখানকার বাসিন্দাদের মধ্যে কেউ সেজেছেন জলদস্যু, কেউ আবার জ়ম্বি। নানা ধরনের পোশাক পরে রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়েছেন তাঁরা। ছন্দ মিলিয়ে নাচও করছেন একসঙ্গে। ‘কস্টিউম প্যারেড’-এর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী বলেন, ‘‘আমি লস অ্যাঞ্জেলসে থাকি। এই ভিডিয়োটি দেখার পর মনে হচ্ছে ব্যাগ গুছিয়ে নিউ ইয়র্কে চলে যাই।’’ আবার এক জন বলেছেন, ‘‘প্রতি বছর নিউ ইয়র্কের রাস্তাঘাট হ্যালোউইনের সময় খুব সুন্দর ভাবে সাজানো হয়। দেখতে খুবই ভাল লাগে।’’