ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বারান্দার কয়েক ধাপ সিঁড়ি উঠে দরজা খুলে সোজা অন্দরমহলে ঢুকে পড়া যায়। তবে ঘরের দরজা বন্ধ। বারান্দার সামনে লেখা রয়েছে সতর্কবাণী— ‘ও স্ত্রী কাল আনা’। সেই বারান্দার রেলিঙের উপর দাঁড়িয়ে লাল শাড়ি পরে বনবন করে ঘুরে চলেছেন এক ‘মহিলা’। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সম্প্রতি কানাডার ব্রাম্পটন শহরে এই ঘটনাটি ঘটেছে। ‘ট্রোল_কানাডা_’ নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। আসলে হ্যালোউইন উপলক্ষে বাড়ি সাজিয়েছেন ব্রাম্পটনের এক বাসিন্দা। সাজের মধ্যে ছিল বলিউ়ডি ছাপ। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কপূর অভিনীত ‘স্ত্রী’ এবং ‘স্ত্রী ২’ ছবিটি খুব জনপ্রিয়তা পায়। সেই ছবিতে ‘পেত্নী’ তাড়ানোর জন্য জায়গায় জায়গায় দেওয়াল লিখন নজরে পড়ত। সেখানে লেখা থাকত ‘ও স্ত্রী কাল আনা’।
চিত্রনাট্য অনুযায়ী ‘পেত্নী’টি স্ত্রী নামে পরিচিত। ছবিতে স্ত্রীকে লাল লেহঙ্গা পরা অবস্থায় দেখানো হয়েছে। আসল চরিত্রের সঙ্গে মিল রাখতে ব্রাম্পটনের ওই বাসিন্দা তাঁর বারান্দায় বসিয়েছেন স্ত্রীর মূর্তিও। লাল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে মূর্তিটিকে। বারান্দার রেলিঙে রাখা ওই মূর্তিটি স্থির নয়। সে ঘুরে চলেছে অনবরত। হ্যালোউইন উপলক্ষে সেখানে রাখা ছিল কালো কাপড় পরানো কঙ্কালের একটি মূর্তিও। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘হ্যালোউইন মানেই বেশির ভাগ ক্ষেত্রে হলিউড ছবির ছাপ থাকতে দেখা যায়। কিন্তু বলিউড সেখানে জায়গা করতে পেরেছে দেখে ভাল লাগল।’’