ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাটির ভিতর থেকে উঁকি দিচ্ছে পুরনো ধাতব পাত্র। মাটি খুঁড়ে তা উপরে আনলেন প্রত্নতত্ত্ববিদেরা। পাত্রটির মুখ ধাতব ঢাকনা দিয়ে শক্ত করে আটকানো। সেই ঢাকনা খুলতেই চমকে গেলেন প্রত্নতত্ত্ববিদেরা। পাত্রের ভিতর ঘাপটি মেরে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে একটি সাপ। শিকারের পাশাপাশি ‘যকের ধন’ও পাহারা দিচ্ছে সে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অ্যালটিনডিফাইনআভসিসি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মাটি খুঁড়ে মুখবন্ধ পুরনো একটি ধাতব পাত্র উঠিয়ে নিয়ে এলেন প্রত্নতত্ত্ববিদেরা। ঢাকনাটি খুললে দেখা যায় পাত্রের মধ্যে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে একটি সাপ। একটি মৃত ব্যাঙও দেখতে পাওয়া যায় পাত্রের ভিতর। আর ছিল সোনার গয়না।
আঁকশি দিয়ে সাপটিকে পাত্র থেকে বার করলেন প্রত্নতত্ত্ববিদেরা। তার পর মৃত ব্যাঙটিকেও বার করলেন। সোনার গয়না বার করার পর দেখা গেল একটি তারের জাল। জাল সরাতেই দেখা গেল পাত্র ভরে রয়েছে স্বর্ণমুদ্রায়। পাত্র থেকে মাটিতে সব স্বর্ণমুদ্রা ঢেলে ফেললেন তাঁরা।
এই ঘটনাটি কোথাকার সে বিষয়ে কিছু জানা না গেলেও ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। কেউ বলেছেন, ‘‘এত দিন ধরে মাটির ভিতর পাত্রটি পোঁতা রয়েছে। সেখানে সাপ-ব্যাঙ ঢুকে যায় কী করে?’’ আবার এক নেটব্যবহারকারী বলেন, ‘‘এই ভিডিয়োটি ভুয়ো। সাপটি জ্যান্ত রয়েছে কী ভাবে?’’