—প্রতীকী ছবি।
বন্যপ্রাণের রূপ যেমন সুন্দর, তেমন ভয়ঙ্করও। তাদের মাঝে প্রতিনিয়ত ঘটে চলে টিকে থাকার লড়াই। জোর বেশি যার, মুলুক তারই হয়। সেই রকমই এক কুমির এবং অজগরের লড়াইয়ের ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। শিউরে ওঠা ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুমিরের ডেরায় হঠাৎই ঢুকে পড়ে মস্ত বড় একটি অজগর। অনাহূত এই অতিথির আগমনে কুমির বেজায় রেগে যায়। শক্ত চোয়ালের মাঝে চেপে ধরে সাপের মুখটিকে। সরু, সূচালো দাঁতগুলি ঢুকিয়ে মাথা নাড়াতে থাকে সে। কুমিরের এই আক্রমণ দেখে প্রথমে মনে হচ্ছিল যে, এই লড়াইয়ে জিত তারই হবে। কিন্তু পর ক্ষণেই দেখা যায়, অজগরটি কুমিরের খপ্পর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। সেখানেই শেষ নয়, কুমিরটিকে আষ্টেপৃষ্ঠে পেঁচিয়ে ধরে সে। আত্মরক্ষার স্বার্থে কুমিরটি অজগরের গলার কাছটা কামড়ে ধরে ঝাঁকুনি দিলেও কোনও লাভ হয় না। প্যাঁচের বাঁধন শক্ত হতে থাকে। খানিক ক্ষণ পরে কুমিরটি ঝিমিয়ে পড়ে।
‘রোরো৯০’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিয়োটি তড়িৎগতিতে শেয়ার হয়েছে। ইতিমধ্যেই বহু নেটব্যবহারকারী সেই ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন। বন্যপ্রাণের এই অপ্রত্যাশিত রূপ দেখে চমকেছেন নেটাগরিকেরাও।