Viral Video

জঙ্গলে বাঘের মুখোমুখি! দেখেই গাছে উঠে পড়লেন দুই বনরক্ষী, হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দায়িত্ব পালন করছিলেন ওই দুই বনরক্ষী। হঠাৎ একটি বাঘকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে টনক নড়ে। ঠান্ডা মাথায় একটা বড় গাছের মাথায় উঠে পড়েন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১২:২২
Share:

—প্রতীকী ছবি।

জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ বাঘের মুখোমুখি। সাহসিকতা এবং উপস্থিত বু্দ্ধির জেরে প্রাণ বাঁচালেন দুই বনরক্ষী। বাঘমামাকে দেখেই চড়ে বসলেন গাছের মগডালে। সেখান থেকে পুরো বিষয়টি ক্যামেরাবন্দিও করেন তাঁরা। মধ্যপ্রদেশের সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের ঘটনা। ওই দুই বনরক্ষীর নাম অন্নুলাল এবং দাহাল। তাঁদের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করেছেন আইএফএস কর্তা প্রবীণ কাসওয়ান। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে দায়িত্ব পালন করছিলেন ওই দুই বনরক্ষী। হঠাৎ একটি বাঘকে এগিয়ে আসতে দেখেন তাঁরা। সঙ্গে সঙ্গে টনক নড়ে। ঠান্ডা মাথায় একটা বড় গাছের মাথায় উঠে বসেন তাঁরা। সেখান থেকে বাঘের গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। বাঘটিও গাছের নীচে ঘুরঘুর করতে থাকে। কিছু ক্ষণ পর বাঘটি সেখান থেকে চলে যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুই বনরক্ষী।

এক্স হ্যান্ডলে পোস্ট হওয়া ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ছড়াছড়ি পড়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘দুই বনরক্ষী বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন। খুব ঠান্ডা মাথায় পদক্ষেপ করেছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানতেই হবে যে দু’জনেরই ভাগ্য খুব ভাল ছিল। না হলে এ রকম পরিস্থিতিতে মাথা ঠিক রাখা খুব কঠিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement