ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিশ্ব জুড়ে ভারতীয় বিয়ের নামডাক রয়েছে তার জাঁকজমক এবং আড়ম্বরের জন্য। আজকাল বহু বিয়েবাড়িতে বলিউডি ছোঁয়াও থাকে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো সিনেমার পর্দায় হওয়া ঘটনাকেও হার মানাবে। বলিউড থেকে টলিউড, বহু সিনেমাতেই বিয়ের মণ্ডপে আগন্তুকের মতো প্রাক্তনের এসে পড়ার ঘটনা দেখতে পাওয়া যায়। কিন্তু এসে মারামারি করতে দেখার ঘটনা বিরল। ইনস্টাগ্রামের পাতায় ভাইরাল হওয়া ভিডিয়োয় সেই রকমই দেখা গেল। প্রাক্তন প্রেমিকা এসে বরকে ধরে পেটাতে শুরু করলেন। তার পর শুরু হল তর্কাতর্কি। এই রকমই মজার একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মণ্ডপে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন বর আর কনে। দু’জনেরই মুখে একগাল হাসি। একে অপরের গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত। কনে বরের গলায় মালা পরালেন। এই বার বরের পালা। বরবেশে দাঁড়িয়ে থাকা তরুণ সবে মালা তুলে কনের গলায় পরাতে যাবেন, ঠিক সেই মুহূর্তে ধূমকেতুর মতো এসে পড়লেন তাঁর প্রাক্তন প্রেমিকা। লাথি মারলেন তরুণকে। লাথির চোটে মণ্ডপে ছিটকে পড়লেন বর। বরমালা পরার আশায় দাঁড়িয়ে থাকা কনে অবাক হয়ে ঘটনাটি দেখতে থাকলেন। প্রাক্তন নিজেই আবার বরের হাত ধরে টেনে তুললেন। তার পরই শুরু হল বচসা। তাতে সামিল হলেন কনেও। তখনই বিয়ের মণ্ডপে উপস্থিতদের মধ্যে এক জন প্রৌঢ়া এগিয়ে এলেন। তিনি এসে কনেকে চুপ করতে বললেন। সেই মজার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘সোনকুমারগিরি৩৯৬’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকেরা এই ঘটনাকে সিনেমার সঙ্গে তুলনা করেছেন।