Viral Video

বধূবরণে নোটের কার্পেট! হবু স্ত্রীকে টাকার চাদরে মুড়ে দিলেন তরুণ, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

সাদা গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁদের বিয়ের অনুষ্ঠানে সেখানে জড়ো হয়েছেন অতিথিরা। সকলের সামনে হবু স্ত্রীকে উপহার দিতে একটি স্যুটকেস খুললেন এক তরুণ। সেখান থেকে একটি কার্পেট বার করে মেঝেতে বিছিয়ে দিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:২৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়েতে উপহার দিয়ে চমক দিতে চাইছিলেন হবু স্ত্রীকে। হলঘর ভর্তি অতিথিদের সামনে স্যুটকেস থেকে বার করলেন একটি কার্পেট। কিন্তু মেঝেতে তা পাতা শুরু করতেই বোঝা গেল যে, সেটি আদতে কোনও কার্পেট নয়, টাকা দিয়ে তৈরি চাদর। হবু স্ত্রীকে অভিনব উপহার দেবেন বলে নোটের পর নোট জুড়ে চাদর তৈরি করিয়েছিলেন তরুণ। পরে সেই চাদরই স্ত্রীর গায়ে জড়িয়ে দিলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘মডার্নওয়েডিং’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, সাদা গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁদের বিয়ের অনুষ্ঠানে সেখানে জড়ো হয়েছেন অতিথিরা। সকলের সামনে হবু স্ত্রীকে উপহার দিতে একটি স্যুটকেস খুললেন এক তরুণ। সেখান থেকে একটি কার্পেট বার করে মেঝেতে বিছিয়ে দিলেন তিনি। ভাল করে লক্ষ করে দেখা গেল যে, সেটি আসলে নোট দিয়ে তৈরি চাদর। স্ত্রীকে ১০ লক্ষ ফিলিপাইন পেসো (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ লক্ষ ৭৮ হাজার ৮০২ টাকা) উপহার দিয়েছেন তরুণ।

সেই নোটগুলি একের পর এক জুড়ে চাদরের মতো তৈরি করিয়েছেন তিনি। সেই নোটের চাদর আবার হবু স্ত্রীর গলায় পরিয়েও দিলেন তরুণ। ঘটনাটি ফিলিপিন্সে ঘটেছে। দম্পতির নাম-পরিচয় জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন নেটাগরিক অবশ্য মজা করে বলেছেন, ‘‘স্ত্রীর গলায় যে টাকার মালা পরালেন, সে তো আবার আপনার বাড়িতেই যাবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement