বেহালার পর্ণশ্রী থানা এলাকায় এই বাসের ধাক্কায় মৃত্যু হয় আর এক মহিলার। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার এখানেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাইক আরোহী দেবশ্রী মণ্ডলের। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।
শহরে আবারও পথ দুর্ঘটনায় মৃত্যু। ২৪ ঘণ্টার মধ্যে শহরের দুই প্রান্তে গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই মহিলার। একটি ঘটনায় সরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক জনের। দ্বিতীয় ঘটনায় ক্যাব সংস্থার ছোট বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক মহিলা।
মঙ্গলবার সকালে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে সামান্য দূরে মোটরবাইকে বাচ্চাকে চাপিয়ে স্কুলে নিয়ে যাওয়ার পথে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। দুর্ঘটনায় তাঁর স্বামীর হাত ভাঙে। ওই দম্পতির কন্যা রাস্তায় পড়ে মুখে আঘাত পায়।
রাস্তায় বাইকে চড়ে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় দেবশ্রী মন্ডল নামে এক মহিলার l ছবি: বিশ্বনাথ বণিক।
পুলিশ জানায়, মৃতার নাম দেবশ্রী মণ্ডল (২৮)। এ দিন সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে তিনি তাঁর চার বছরের মেয়েকে স্কুলে পৌঁছতে যাচ্ছিলেন। সেই সময়ে ৮বি বাসস্ট্যান্ডের অদূরে ওই দুর্ঘটনা ঘটে। সন্তোষপুরের সার্ভে পার্ক এলাকার বাসিন্দা দেবশ্রীর স্বামী তাপস কলকাতা পুরসভার অস্থায়ী কর্মী বলে জানিয়েছেন তাঁর আত্মীয়েরা। তাঁরা জানান, প্রতিদিনই স্বামী-স্ত্রী বাইকে চেপে মেয়েকে ঢাকুরিয়ার কাছে স্কুলে পৌঁছে দিতে যেতেন। ছুটির পরে দেবশ্রী আবার মেয়েকে নিয়ে ট্রেনে চেপে বাড়ি ফিরতেন। দুর্ঘটনায় তাপসের হাত ভেঙেছে। তবে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে
ছেড়ে দেওয়া হয় বলে কলকাতা পুলিশ জানায়।
পরিবারের দাবি, এ দিন সকালে তাপস ও দেবশ্রী মেয়েকে নিয়ে বাইকে চেপে স্কুলের দিকে যাচ্ছিলেন। তাঁদের অভিযোগ, ৮বি বাসস্ট্যান্ডের কাছে ওই সরকারি বাসটি বাইকে ধাক্কা মারে। তাতে রাস্তায় ছিটকে পড়েন দম্পতি। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দেবশ্রীর। যদিও পুলিশের দাবি, মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে বধূর। মুখে আঘাত পায় দম্পতির মেয়ে অঙ্কিতা।
সাম্প্রতিক সময়ে শহরের পথে একাধিক দুর্ঘটনা ঘটেছে। আর তাতে মৃত্যু হয়েছে পথচারীর। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ উঠেছে বেসরকারি বাসের চালকদের বিরুদ্ধে। তবে, এ দিন যাদবপুরের ঘটনায় অভিযোগ উঠেছে সরকারি বাসের বিরুদ্ধে। কলকাতা পুলিশ জানায়, বাসটি পিছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা মেরেছিল। তাতেই দুর্ঘটনা ঘটে। চালক-সহ বাসটি আটক করা হয়েছে বলেই দাবি করেছে কলকাতা পুলিশ।
অন্য দিকে, সোমবার রাতে বেহালার কাছে পর্ণশ্রী থানা এলাকায় ক্যাব সংস্থার ছোট বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। মৃতার নাম ভগবতী গন্ড (৫২)। স্বামীর সঙ্গে সাইকেলে চেপে তিনি ফিরছিলেন। পুলিশ জানায়, ওই দম্পতি পর্ণশ্রীর সুভাষ মার্গ এলাকার বাসিন্দা।
তারাতলা বাসস্ট্যান্ডের কাছে তাঁদের মুদিখানার দোকান রয়েছে। দোকান বন্ধ করে তাঁরা ফিরছিলেন। সেই সময়েই ক্যাব সংস্থার বাসটি সাইকেলে ধাক্কা মারে। তারাতলা স্টেট গ্যারাজের কাছে দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা তাঁর স্বামীর সঙ্গে রাস্তার এক পাশ দিয়ে সাইকেলে চেপে
যাচ্ছিলেন। ওই বাসটি তাঁদের দিকে গিয়ে ধাক্কা মেরেছে। রাতেই সেই বাসটি আটক করেছে পুলিশ। গাড়ির ধাক্কায় ভগবতীর স্বামী আহত হন। তিনি বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি। ভগবতীর দেওর মহেন্দ্র গন্ড বলেন, ‘‘দাদা এবং বৌদি রোজ ওই সময়ে ফিরতেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, একটি ছোট বাস বেপরোয়া গতিতে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছিল। দুর্ঘটনায় ওই বাসটিরও ক্ষতি হয়েছে। আমরা এখনও ঘটনাটি বিশ্বাস করতে পারছি না।’’