ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ক্লাস চলছে। বেঞ্চে বসে রয়েছে সহপাঠীরা। ক্লাসে উপস্থিত রয়েছেন শিক্ষকও। সকলের দৃষ্টি এক যুবকের দিকে। ক্লাসে দাঁড়িয়ে গান গাইছে সে। পড়ুয়ার গান শুনে অবাক সহপাঠীরা। মুগ্ধ হয়ে শুনছেন শিক্ষকও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘রাহুল_চুন্ডাওয়াত৬৩’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক জন পড়ুয়া ক্লাসে উপস্থিত সহপাঠীদের সামনে রোম্যান্টিক গান গাইছে। ক্লাসে রয়েছেন শিক্ষকও। তিনিও মন দিয়ে ছাত্রের গান শুনছেন। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
আশির দশকে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিলসিলা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা, শশী কপূর এবং সঞ্জীব কুমারের মতো বলি তারকারা। সেই ছবির গান ‘দেখা এক খোয়াব’। ছবিতে এই গানের দৃশ্যে অভিনয় করতে দেখা যায় অমিতাভ এবং রেখাকে। গানটি গেয়েছিলেন কিশোরকুমার এবং লতা মঙ্গেশকর। শিক্ষক এবং সহপাঠীদের সামনে সেই গানটিই গেয়ে শোনাচ্ছে পড়ুয়া। ছাত্রের সেই গান শুনে প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন মন্তব্য করেছেন, ‘‘পুরনো দিনের গানগুলো এখনও অমর হয়ে রয়েছে। ছাত্রটি খুব সুন্দর গেয়েছে।’’