loyalty of a dog

কোনও দিনই ফিরবে না প্রভু, চার দিন বরফের নদীতে ঠায় বসে অপেক্ষায় পোষ্য

বেলকা নামের এই রাশিয়ান কুকুরটির প্রভুভক্তি মনে করিয়ে দেয় আর এক সারমেয় হাচিকোর কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৯
Share:

ছবি: সংগৃহীত।

এমন বন্ধু আর কে আছে! মৃত প্রভুর জন্য টানা চার দিন ধরে কনকনে জমাট বরফের উপর বসে অপেক্ষা করল প্রিয় পোষ্য। বেলকা নামের এই রাশিয়ান কুকুরটির প্রভুভক্তি মনে করিয়ে দিয়েছে আর এক সারমেয় হাচিকোর কথা। জাপানের প্রভুভক্ত কুকুরটির মতো বেলকাও ঠায় বসে ছিল তার মালিকের ফেরার অপেক্ষায়। দুঃখের বিষয়, তার প্রভু আর ফিরবে না কোনও দিন। বরফশীতল জলে ডুবে চার দিন আগেই মৃত্যু হয়েছে প্রভুর।

Advertisement

বেলকার ৫৯ বছর বয়সি প্রভু রাশিয়ার ২৩ ফুট গভীর বরফজমা উফা নদীর উপর দিয়ে সাইকেল চালাচ্ছিলেন। পাশে পাশে হাঁটছিল পোষ্যও। জমা বরফ ভেঙে হঠাৎ করেই তিনি নদীতে পড়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে তিনি বরফের ফাটল বুঝতে পারেননি। ভেবেছিলেন, বরফ শক্ত এবং পুরু। এক জন পথচারী তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও নদীর প্রবল স্রোতে তলিয়ে যান ওই প্রৌঢ়। উদ্ধারকারী দল অনুসন্ধান করে বেলকার প্রভুর মৃতদেহ খুঁজে পায়।

বেলকা একটু দূরে থাকায় তার কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও মৃতের পরিবার বেলকাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই চেষ্টা ব্যর্থ হয় বার বার। বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হলেও আবার বেলকা ফিরে আসে সেই বরফ জমা নদীতেই, যেখানে শেষ বারের মতো দেখা গিয়েছিল তার প্রভুকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement