ছবি: প্রতীকী।
শৌচালয়ে যাওয়ার জন্য বিরতি নিয়েছিলেন মাত্র চার মিনিটের। তার জেরেই ১২৫টি ট্রেন চলাচল বন্ধ রইল বিদেশের রাজধানীতে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। ‘কোরিয়ান হেরাল্ড’-এর একটি প্রতিবেদন অনুসারে, চালকের শৌচাগার ব্যবহারের প্রয়োজন হয়ে পড়ায় সকাল ৮টার সময় স্থানীয় একটি স্টেশনে থেমে যায় মেট্রো। তিনি ওই স্টেশনে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামিয়ে চলে যান। গোটা বিষয়টি এক জন স্টেশন ইঞ্জিনিয়ারের নজরে পড়ে। তিনি দেখেন, চালক প্ল্যাটফর্মে নেমে দৌড়চ্ছেন। তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
শৌচাগারটি অন্য একটি তলে থাকার কারণে চালক তাঁর কেবিনে ফিরে আসতে চার মিনিট ১৬ সেকেন্ড সময় নেন। সিওল মেট্রো থেকে পাওয়া তথ্য অনুসারে, ট্রেনটি দাঁড়িয়ে পড়ার জন্য তার পরবর্তী ১২৫টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল। যার মধ্যে অনেকগুলি তাদের নির্ধারিত সময়ের থেকে ২০ মিনিট বা তার বেশি দেরিতে চলাচল করেছিল। এর ফলে কয়েক হাজার যাত্রীকে স্টেশনগুলিতে অপেক্ষা করতে হয়ছিলে বলে জানা গিয়েছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, বিলম্ব সত্ত্বেও যাত্রীরা অসুবিধার মুখোমুখি হননি। সাধারণত মেট্রো রেলে চালকেরা বিরতি ছাড়াই দুই থেকে তিন ঘণ্টা কাজ করেন। জরুরি প্রয়োজনে শৌচগার ব্যবহারের জন্য অনেক সময়ই তাঁদের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বিশ্রামাগারের দিকে যেতে হয়। তবে এর ফলে এ রকম দুর্ভোগ আগে হয়নি।