ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
মাটিতে ফেলে রাখা আছে একতাল মণ্ড। সেই মণ্ডটি পা দিয়ে মাখছেন দুই যুবক। মণ্ডটি আসলে একতাল ময়দা, যা ফুচকা তৈরির জন্য ব্যবহার করা হবে। সম্প্রতি সমাজমাধ্যমে এই ভিডিয়োটি প্রকাশ হয়েছে যা দেখে আঁতকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এমনকি সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে গোটা ঘটনাটি। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার দুই যুবক একটি ফুচকা তৈরির কারখানায় এই ঘটনা ঘটিয়েছেন। ফুচকার স্বাদ বৃদ্ধি করতে ময়দায় বাথরুম পরিষ্কার করার রাসায়নিক তরল ও ইউরিয়া সারও মেশানো হয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সমাজমাধ্যম এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে। ‘ইন্ডিয়ান ইন রিসেন্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে দুই ব্যক্তি তাঁদের খালি পায়ে ফুচকা তৈরির জন্য ময়দা মাখছেন। পাশে একটি প্লাস্টিকের ব্যাগে জড়ো করে ফুচকার ব্যাগ রাখা রয়েছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে স্থানীয় লোকেরা এই খবর দেখে ক্ষুব্ধ হয়ে এই কারখানায় চড়াও হন। অস্বাস্থ্যকর উপায়ে ফুচকা তৈরি হতে দেখে ওই দুই যুবককে ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। পরে খবর যায় পুলিশে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উভয় ব্যক্তিকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা স্বাদ বাড়াতে খাবারে ইউরিয়া এবং ক্ষতিকর রাসায়নিক মেশানোর করার কথা স্বীকার করেছেন। দু’জনই উত্তরপ্রদেশের বাসিন্দা।