ছবি: এক্স থেকে নেওয়া।
দীপাবলির কেনাকাটার ভিড়ে চিঁড়েচ্যাপ্টা অবস্থা দিল্লির সদর বাজারে। রাস্তা জুড়ে দোকানিরা পসরা নিয়ে বসে থাকায় সাধারণ মানুষের যাতায়াত করাই দুষ্কর। সেই ভিড়ের ভিডিয়োই সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যা দেখে মনে হতে পারে, যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ভিড়ে ঠাসা বাজারের এমন হাল যে, আর একটু হলেই পদপিষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) ফিরদৌস ফিজা নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছে। যাতে দেখা গিয়েছে, জিনিসপত্র কিনতে এসে লোকজন হুড়োহুড়ি করছেন। সরু রাস্তার দু’পাশে বিক্রেতারা জায়গা নিয়ে নেওয়ার ফলে রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, রীতিমতো ধস্তাধস্তি চলছে সাধারণ মানুষের মধ্যে। রেয়াত করা হচ্ছে না মহিলাদেরও। এক তরুণকে টেনেহিঁচড়ে, ধাক্কা মেরে মহিলাদের সরিয়ে দিতে দেখা গিয়েছে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছয় যে, রাস্তায় হাঁটার জায়গা না পেয়ে দোকানের উপর হুমড়ি খেয়ে পড়তে থাকেন ক্রেতারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শৃঙ্খলা বজায় রাখতে এবং অবাঞ্ছিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘উৎসবের মরসুমে সদর বাজারে প্রচুর লোকের সমাগম হয়। পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। শীঘ্রই জেলা ম্যাজিস্ট্রেট, ব্যবসায়ী সমিতি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হবে।’’