Optical Illusion

গোলাপের ভিড়েই লুকিয়ে ছোট্ট তিনটি ‘হৃদয়’, ১৫ সেকেন্ডে খুঁজে নিতে পারবেন?

মন দিয়ে খুঁজে ফেলুন দেখি তিনটি হরতন আকৃতিকে। ছোট্ট ‘ক্লু’ হিসাবে বলা যেতে পারে, তিনটি হরতন যেকোনও জায়গায় লুকিয়ে থাকতে পারে। তাই ১৫ সেকেন্ডে গোলাপের বাগানের কোনও অংশ বাদ দিলে চলবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ জুন ২০২৩ ১৪:৫৩
Share:

হাঙ্গেরিয়ান গ্রাফিক শিল্পীর পোস্ট করা ধাঁধার ছবি। ছবি : ইনস্টাগ্রাম।

হলুদ বনে নাকছাবি হারিয়ে যাওয়া নিয়ে কবিতা লেখা হয়েছে। তবে এখানে লাল গোলাপের বাগানে হারিয়েছে ‘হৃদয়’। সত্যিকারের হৃৎপিণ্ড নয়। প্রেমে হৃদয় বিনিময়ের হৃদয়ও নয়। এই ‘হৃদয়’ আদতে তাসের হরতন বা ‘হার্টস’ আকৃতির। তাদের খুঁজে বের করতে পারলে বোঝা যাবে সন্ধানীর চোখের জোর আছে।

Advertisement

চোখের এমন ধাঁধাঁ মাঝে মধ্যেই ভেসে ওঠে সমাজ মাধ্যমে। এ ব্যাপারে হাঙ্গেরিয়ান গ্রাফিক শিল্পী গার্গলি ডুডাসের নামডাক রয়েছে। তিনি প্রায়ই তাঁর নিজের ফেসবুক, ইনস্টাগ্রামের পাতায় এ ধরনের ধাঁধার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অনুগামীদের। কখনও আবার সমাধানের সময়ও বেঁধে দেন তিনিই। এই ছবি ধাঁধাটি পোস্ট করেও সমাধানের জন্য ১৫ সেকেন্ড সময় বরাদ্দ করেছেন গার্গলি।

Advertisement

ধাঁধার প্রশ্ন। ছবি: ইনস্টাগ্রাম

ছবিতে দেখা যাচ্ছে সবুজ ঘাসের জমিতে লাল, মেরুন বা গাঢ় গোলাপি গোলাপের বাগান। কয়েকটি সাদা গোলাপও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই বাগানে। কিন্তু গোলাপের বাগানে গোলাপ খুঁজলে চলবে না। খুঁজতে হবে তিনটি ছোট্ট হরতন। যাদের থেকে নজর ঘোরাতে গোলাপের বাগানে কয়েকটি পাখিও এঁকেছেন গার্গলি। কিন্তু হাতে যেখানে সময় মাত্র ১৫ সেকেন্ড, তখন মনযোগ অন্য কোথাও সরালে চলবে না।

খুব মন দিয়ে খুঁজে ফেলুন দেখি তিনটি হরতন আকৃতিকে। ছোট্ট ‘ক্লু’ হিসাবে বলা যেতে পারে, তিনটি হরতন যেকোনও জায়গায় লুকিয়ে থাকতে পারে। তাই ১৫ সেকেন্ডে গোলাপের বাগানের কোনও অংশ বাদ দিলে চলবে না।

ধাঁধার সমাধান ছবি: ইনস্টাগ্রাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement