Spot The Differences

এই ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজতে হবে স্রেফ ৩০ সেকেন্ডে, পারলে আপনার নজর ‘সেরা’

পাশাপাশি দুটি ছবিই একটি বিড়ালের। যে দুষ্টুমি করতে গিয়ে একটি কাচের গ্লাস ফেলে দিয়েছে। কিন্তু দুটি ছবিতে দেখতে একরকম হলেও সূক্ষ্ম কয়েকটি তফাৎ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ২৩:৫৪
Share:

বিড়াল দুটিকে ছবিতে দেখতে একরকম হলেও সূক্ষ্ম কয়েকটি তফাৎ রয়েছে। ছবি: সংগৃহীত।

প্রয়োজন পড়লে কতটা তীক্ষ্ণ হতে পারে আপনার দৃষ্টিশক্তি? তার প্রমাণ পাওয়া যাবে এই ধাঁধার সমাধান করতে পারলে।

Advertisement

এখানে একই ধরনের দেখতে দু’টি ছবির মধ্যে লুকিয়ে আছে তিনটি পার্থক্য কিন্তু সাদা চোখে সেই পার্থক্য চোখে পড়ার কথা নয়। খুঁটিয়ে দেখতে হবে। এই ধাঁধা সেই খুঁটিয়ে দেখার নজরেরই পরীক্ষা।

পাশাপাশি দুটি ছবিই একটি বিড়ালের। যে দুষ্টুমি করতে গিয়ে একটি কাচের গ্লাস ফেলে দিয়েছে। কিন্তু দুটি ছবিতে দেখতে একরকম হলেও সূক্ষ্ম কয়েকটি তফাৎ রয়েছে। সেই তফাৎ আপনাকে খুঁজে পেতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে।

Advertisement

দেখুন তো আপনার চোখে পার্থক্যগুলো ধরা পড়ছে কি না।

সমীক্ষা বলছে এই ধরনের ধাঁধা আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই উত্তর ঠিক হোক বা ভুল, অভ্যাসটিই আসল।

যদি এখনও অমিল খুঁজে না পান তবে নীচে রইল সমাধান।

রইল সমাধান। ছবিঃ সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement