ছবি: সংগৃহীত।
আলোর উৎসবে চোখ ফেরালেই চারপাশ ঝিকিমিকি। এই সব দেখে চোখে ঝিলমিল লাগলো কি না পরীক্ষা করে দেখতে চান? তা হলে ঝট করে দিয়ে ফেলুন এই চোখের পরীক্ষা। দীপাবলি উপলক্ষে ছবিটিও বেছে নেওয়া হয়েছে উৎসবের মুহূর্ত থেকেই। যাতে ‘পরীক্ষায় বসে’ও উৎসব-ছাড়া না মনে হয় নিজেকে।
ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার আলোর উৎসব উদযাপন করতে ব্যস্ত। এক সঙ্গে বসে প্রদীপ জ্বালাচ্ছেন তাঁরা। প্রত্যেকেই উৎসবের দিনে সুবেশে সেজেছেন। আর এই উদযাপনের ছবির মধ্যে থেকেই আপনাকে খুঁজে বের করতে হবে একটি গোলাপ ফুল।
ধাঁধা।
গোলাপটি চোখের সামনেই রয়েছে। কিন্তু হঠাৎ চোখে নাও পড়তে পারে। আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা সেখানেই। চোখের সামনে নানা রঙের ছবিতে মিলে মিশে থাকা ফুলটিকে আলাদা করে চিনতে হবে।
হাতে সময় ১০ সেকেন্ড। এর মধ্যে ফুলটি খুঁজে বের করতে হবে। টাইমার চালু করে দেখুন তো পারছেন কি না! না পারলে অবশ্য নীচে থাকল সমাধান।
সমাধান।