Bizarre

বাড়তি কাজ করতে চাননি, তরুণীকে বরখাস্ত করল সংস্থা, দিল অদ্ভুত অজুহাতও

সংস্থার তরফে জানানো হয় যে, ব্যবসা না হওয়ার কারণে খরচ কমানোর জন্য সংস্থা থেকে তাঁর চাকরি বরখাস্ত করা হয়েছে। তবে কর্মীদের একাংশ অন্য দাবি করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৬:০০
Share:

—প্রতীকী ছবি।

টানা সাড়ে তিন বছর এক বহুজাতিক সংস্থায় কাজ করেছেন তরুণী। কিন্তু হঠাৎ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়। সংস্থার তরফে সেই তরুণীকে জানানো হয় যে, তারা ভাল ব্যবসা করতে পারেনি। সে কারণে অর্থ উপার্জনও কম হয়েছে। সংস্থার খরচ কমাতে তরুণীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে তাদের দাবি। সমাজমাধ্যমের পাতায় এই ঘটনার উল্লেখ করে পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/ডেভেলপর্সইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় পোস্ট করা হয়েছে। এক নেটব্যবহারকারী পোস্টে লিখে জানিয়েছেন যে, তিনি এক বহুজাতিক সংস্থায় বহু বছর ধরে কাজ করছেন। কর্মীসহায়ক সেই সংস্থা কাজের সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সুনামও পেয়েছে। কেউ কেউ আবার সেই সংস্থায় টানা ২৬-২৭ বছর কাজ করেছেন। কিন্তু এক তরুণী সেখানে সাড়ে তিন বছর কাজ করার পর হঠাৎ তাঁর চাকরি চলে যায়। সংস্থার তরফে জানানো হয় যে, ব্যবসা না হওয়ার কারণে খরচ কমানোর জন্য সংস্থা থেকে তাঁর চাকরি বরখাস্ত করা হয়েছে। তবে কর্মীদের একাংশ অন্য দাবি করেছেন।

তাঁদের মতে, ছুটির সময় পার হয়ে গেলেও বহু কর্মী অতিরিক্ত কাজ করার জন্য অফিসে থেকে যান। এমনকি ঊর্ধ্বতন কর্মীদের পদলেহনের সুযোগ পেলেও তা হাতছাড়া করতে চান না কয়েক জন কর্মী। কানাঘুষো শোনা গিয়েছে যে, সেই তরুণী নাকি অতিরিক্ত সময় অফিসে থাকতে রাজি হতেন না। এমনকি, অতিরিক্ত কাজ করবেন না বলেও নাকি অভিযোগ জানিয়েছিলেন সেই তরুণী। তাতেই চটে যায় সংস্থা। কর্মীদের একাংশের দাবি, সেই কারণেই ওই তরুণী তাঁর চাকরি খুইয়েছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়েও চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন কয়েক জন কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement