ছবি: সংগৃহীত।
মুখভর্তি দাড়ি, কপালে চিন্তার ভাঁজ। বেশ কয়েক দিন ধরে সমাজমাধ্যমে এক তরুণের ছবি ঘোরাফেরা করছে। তাঁর ছবি দেখে নেটাগরিকদের অধিকাংশ চমকে গিয়েছেন। এ যে হুবহু ক্রিকেটার বিরাট কোহলি! তবে তিনি এমন অবতারে রয়েছেন কেন? বিরাটের সঙ্গে মুখাবয়বের সাদৃশ্য থাকার কারণে মুহূর্তের মধ্যে সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
বিরাটের সঙ্গে মিল থাকার কারণে তরুণের পরিচয় জানার জন্য কৌতূহলী হয়ে পড়েন নেটব্যবহারকারীরা। তল্লাশি করে জানা যায়, তরুণের যে ছবিটি ছড়িয়ে পড়েছে তা তুরস্কের একটি টেলিভিশন সিরিজ়ের দৃশ্য। সেই সিরিজ়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে সেই তরুণকে। হুবহু বিরাটের মতো দেখতে হলেও ক্রিকেট জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। বরং পেশায় অভিনেতা সেই তরুণ। তাঁর নাম কেভিট সেটিন গুনির।
‘ডিরিলিস: এরতুগ্রুল’ নামের সিরিজ়ে ডোগান বে নামের একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই সিরিজ়ের সম্প্রচারণ শুরু হয়। ২০১৯ সালের মে মাস পর্যন্ত এই সিরিজ়ের মোট পাঁচটি সিজ়ন মুক্তি পেয়েছে। সমাজমাধ্যমে অভিনেতার ছবি ছড়িয়ে পড়তেই তা নিয়ে মশকরা করতে শুরু করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটাগরিকের মন্তব্য, ‘‘বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মার সামনে এই অভিনেতা দাঁড়িয়ে পড়লে তাঁর পক্ষেও চেনা মুশকিল। ‘রব নে বনা দি জোড়ি’ ছবিতে তিনি তো শাহরুখ খানকেও সামান্য মেকআপ করার পর চিনতে পারেননি।’’