POCSO Case

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত গ্রেফতার পূর্ব বর্ধমানে

শনিবার নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা-মা। তার পর তাঁরা অভিযোগ করেন থানায়। ঘটনাক্রমে বর্ধমান থানার পুলিশ নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ২১:০১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বাড়ি শক্তিগড়ে। তাঁর বাড়ির কাছে একটি ইটভাটায় ‘নির্যাতিতা’র পরিবারের বাস। আদতে তারা ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনাটি গত শুক্রবারের। ৮ বছর বয়সি মেয়েটিকে সে দিন ধর্ষণ করেন অভিযুক্ত। সেই সময় কাজের সূত্রে সকলে বাড়ির বাইরে ছিলেন। পরে মেয়ের কাছে ঘটনাটি শুনে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ‘নির্যাতিতা’র পরিবারের আরও অভিযোগ, ভাটার কর্তৃপক্ষ বিষয়টি জানতেন। স্থানীয় একটি ওষুদের দোকান থেকে ওষুধ কিনে এনে মেয়েটিকে দেন তাঁরা। সেটা দিয়েই নিজেদের কর্তব্য সারেন তাঁরা। ইটভাটার এক কর্মীর দাবি, মালিকের নির্দেশে ওষুধের দোকানে যান তাঁরা। ছোট্ট মেয়েটিকে নির্যাতনের পরে বেদনানাশক ওষুধ খাইয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। আর অভিযুক্তকে ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

মেয়েটি অসুস্থ হয়ে পড়ার পরে বাড়ির লোকজন পুরো ঘটনার কথা জানতে পারেন। মেয়ে তাঁদের জানায়, তাকে আইসক্রিম খাওয়ানোর নাম করে নির্যাতন করেন পরিচিত ওই যুবক। শনিবার নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ডাক্তারের কাছে নিয়ে যান বাবা-মা। তার পর তাঁরা অভিযোগ করেন থানায়।

Advertisement

ঘটনাক্রমে বর্ধমান থানার পুলিশ নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যায়। অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমে বেশ কিছু তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তারা।

সোমবার ধৃতকে আদালতে হাজির করানো হয়। তদন্তের স্বার্থে টিআই প্যারেডের আবেদন জানাচ্ছে পুলিশ। তবে সোমবার ইদের ছুটির জন্য পকসো আদালত বন্ধ ছিল। তাই সিজেএম কোর্টে অভিযুক্তকে হাজির করা হয়েছিল অভিযুক্তকে। মঙ্গলবার ধৃতকে পকসো আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, প্রথমে তাঁর টিআই প্যারেড হবে। তার পরে পুলিশি হেফাজতের আবেদন করা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement