ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের ভিতর গাছের তলায় পা ছড়িয়ে বসেছিল সিংহী। সঙ্গিনীকে দেখে তাকে আদরে ভরিয়ে দিল ‘বনের রাজা’। জিভ বার করে সিংহীর পুরো মুখটাই চেটে দিল সে। সিংহীও আরাম করে সেই আদরে মজে গেল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘লায়নসাইটিংস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ‘বনের রাজা-রানি’ জঙ্গলের ভিতর গাছের ছায়ায় বসে রয়েছে। সিংহী পা ছড়িয়ে বসে মন ভরে আদর খেয়ে যাচ্ছে সিংহের কাছে। জিভ বার করে সিংহীর মুখ চাটতেই ব্যস্ত ওই সিংহ। চোখ বুজে সেই আদর খেয়ে চলেছিল সিংহী। সিংহ যখন আদর করছে তখন তার দিকে গলা উঁচিয়ে দিল ‘বনের রানি’।
সেখানেও আদর চাই তার। সঙ্গিনীর আবদার রাখতে সেখানেও জিভ দিয়ে চেটে ফেলল সিংহটি। আদর করার সময় তার চোখও বন্ধ হয়ে যায়। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার কালাগাদি ট্রান্সফ্রন্টিয়ার পার্কে ঘটেছে। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘পশুরাজ যে তার সঙ্গিনীর প্রেমে ডুব দিয়েছে তা দেখেই মন ভরে গেল।’’