ছবি: সংগৃহীত।
প্যাকেটে ভরার আগেই প্রতিটি আইসক্রিম এক বার করে চেটে দেখতেন আইসক্রিম সংস্থার কর্মী। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তুমুল হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। খবর পেয়ে কেরালার কোঝিকোড়ের একটি আইসক্রিমের উৎপাদনকারী সংস্থায় তালা ঝোলাল পুলিশ। ‘আইস মি’ নামের ওই প্রতিষ্ঠানের কর্মীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উঠে এসেছে বলে জানা গিয়েছে। সমাজমাধ্যমেও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ঘটনার ভিডিয়োটি। ‘প্রতীশ বিশ্বনাথ’ নামের একট এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, যা দেখে চমকে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল এই ভিডিয়ো ফুটেজটি তুলেছিলেন ওই কারখানায় বরফ কিনতে আসা এক ব্যক্তি। তিনি প্রথম বিষয়টি স্থানীয়দের নজরে আনেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কোঝিকোড়ের আম্বালাপাড়ায়। যেখানে রাশেদ নামে এক ব্যক্তি বরফের আইসক্রিম প্যাকেটজাত করার আগেই জিভ দিয়ে সেগুলির স্বাদ নিতেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে সংস্থাটি বন্ধ করে দেয়। সংস্থার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত শংসাপত্র সাময়িক ভাবে বাতিল করা হয়েছে। রাশেদকে কোডুভ্যালি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।