The Timeless Sonu

প্রেমের মরসুম শুরুর আগে শহরে ভালবাসার উষ্ণতা নিয়ে আসছেন সোনু নিগম!

বহু মানুষের প্রিয়, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় গায়ক সোনু নিগমের কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ ফেব্রুয়ারি, অ্যাকোয়াটিকায় সন্ধ্যা ৬টা থেকে। কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘দ্য টাইমলেস সোনু’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫৫
Share:

চিত্র: সংগৃহীত

এক স্বপ্নময় সন্ধ্যার অপেক্ষায় শহর কলকাতা। ভালবাসার মরসুমের আগেই নিজের প্রিয়তমের হাত ধরে নিজের প্রিয় গানগুলি লাইভ শোনার সুযোগ পাবেন। কারণ? শহরে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম।

Advertisement

হালকা শীতের আমেজ মেখে কলকাতাবাসী তৈরি হচ্ছে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে। বহু মানুষের প্রিয়, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় গায়ক সোনু নিগমের কনসার্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৯ ফেব্রুয়ারি, অ্যাকোয়াটিকায় সন্ধে ৬টা থেকে। কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘দ্য টাইমলেস সোনু’।

‘কাল হো না হো’ থেকে শুরু করে, ‘সাথিয়া’, ‘মেরে হাত মে’, ‘অভি মুঝ মে কঁহি’র মতো একাধিক হিট গান নতুন করে শোনা যাবে সোনুর কণ্ঠে। তাঁর সুরের জাদুতে রোমাঞ্চিত হবে তিলোত্তমা।

Advertisement

‘বেঙ্গল ওয়েব সলিউশন এবং হোয়াইটলাইট ক্রিয়েশনস’–এর উদ্যোগে আয়োজিত হচ্ছে ‘দ্য টাইমলেস সোনু’। উদ্যোক্তাদের থেকে জানা গিয়েছে, এই কনসার্টে প্রায় ১২ হাজার শ্রোতা উপস্থিত থাকবেন বলে আশা। যাঁদের মধ্যে থাকবেন সঙ্গীতপ্রেমী তারকা থেকে আমজনতা। কনসার্ট চত্বরে থাকবে বিভিন্ন খাবার ও পানীয়ের স্টল।

সোনু নিগমের গান সব সময়েই মানুষের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে রেখেছে। তাঁর অগণিত হিট গান, নতুন করে উপভোগ করার এ এক অনন্য সুযোগ। এটি কেবল সঙ্গীতের উদ্‌যাপনই নয়, জীবনের এক অনন্য অভিজ্ঞতাও হতে চলেছে। যেখানে সুযোগ থাকছে প্রিয় শিল্পীকে কাছ থেকে প্রত্যক্ষ করার।

‘বেঙ্গল ওয়েব সলিউশন–এর প্রতিষ্ঠাতা প্রশান্ত সরকার এবং হোয়াইটলাইট ক্রিয়েশনস্’–এর প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এবং আবিরা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে বলেন, “গত বছরের নভেম্বর মাস থেকে এই কনসার্টটি করার পরিকল্পনা চলছিল। এর আগে আঞ্চলিক অনুষ্ঠান অনেক করেছি। কিন্তু এটাই আমাদের প্রথম বলিউড ইভেন্ট। তাই ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের মরসুমের ঠিক আগেই কলকাতাকে নতুন ভাবে কিছু উপহার দিতে আমরা ‘দ্য টাইমলেস সোনু’ আয়োজন করার সিদ্ধান্ত নিই। সাধারণত এই ধরনের কনসার্টে বসার জায়গায় ব্যবস্থা থাকে না। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে বসে দেখারও সুযোগ থাকছে। যাতে সব বয়সের মানুষেরা এই অনুষ্ঠানে এসে সোনু নিগমের সুরেলা কণ্ঠ উপভোগ করার সুযোগ পান। আশা করছি আমাদের এই উদ্যোগ ‘দ্য টাইমলেস সোনু’ খুবই সাফল্যমণ্ডিত হবে।”

প্রিয় শিল্পীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষায় শহর কলকাতাও। সমস্ত আয়োজন সারা। এখন কেবল প্রহর গোনার পালা। আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৫, অ্যাকোয়াটিকায় সোনু নিগমের ‘দ্য টাইমলেস সোনু’ কনসার্টে রচিত হবে ইতিহাস, যে মাহেন্দ্রক্ষণের প্রতীক্ষায় শহর কলকাতা।

এই ঝলমলে সন্ধ্যার সাক্ষী থাকতে, টিকিট কাটতে পারেন পাশের লিঙ্কে ক্লিক করে: https://in.bookmyshow.com/events/the-timesless-sonu/ET00420096

এই অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement