Viral

Viral: বয়সে কি আসে যায়! বৃদ্ধের প্রেম নিবেদনের ভিডিয়ো দেখে প্রেমে গদ গদ ইন্টারনেট

বয়স্ক প্রেমিক মানুষটিকে দেখা যাচ্ছে ৪৪ বছরের বিবাহিতা স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২৩:২৪
Share:

ছবি ইনস্টাগ্রাম।

প্রেমের কোনও বয়স হয় না। প্রেম নিবেদনেরও হয় কি? প্রেমিকার হাতে এক গোছা রজনীগন্ধা বা এক তোরা গোলাপ দিয়ে হাঁটু মুড়ে হয়তো বলা হয়নি কখনও ভালবাসার কথা। বিয়ের ৪৪ বছর পর সেই অপ্রাপ্তি মিটিয়ে নিলেন এক সত্তরোর্ধ্ব।

Advertisement

একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। বয়স্ক প্রেমিক মানুষটিকে সেখানে দেখা যাচ্ছে ৪৪ বছরের বিবাহিতা স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসতে। বয়স্ক প্রেমিক মানুষটিকে সেখানে দেখা যাচ্ছে ৪৪ বছরের বিবাহিতা স্ত্রীর সামনে হাঁটু মুড়ে বসতে। তাঁর হাতে একটি লাল গোলাপ।

ভিডিয়োটি শেয়ার করেছেন ওই দম্পতির কন্যা। বাবা মায়ের বিয়ের ৪৪তম বর্ষপূর্তির কথা ওই ভিডিয়োতেই জানিয়েছেন তিনি। গত ২২জুন ছিল বিবাহবার্ষিকী। সেই দিনই সবার সামনে স্ত্রীকে প্রেম নিবেদন করেন তিনি। বয়স্ক শরীর এখন ক্ষয়িষ্ণু। হাঁটু মুড়তে প্রথমে একটু অসুবিধাই হচ্ছিল বৃদ্ধের। শেষ পর্যন্ত অবশ্য তিনি বসে পরেন। রীতি মেনেই স্ত্রীকে গোলাপে প্রেম নিবেদন করেন। জবাবে স্ত্রীর মিষ্টি হাসিটি সবার মন জিতে নিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement