Viral

Drunk Man: মত্ত অবস্থায় মণ্ডপে! হবু স্ত্রীর বদলে শ্যালিকার গলায় বরমালা, উত্তমমধ্যম খেলেন পাত্র

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মত্ত অবস্থায় বিয়ে করতে মণ্ডপে ওঠেন পাত্র। এত মদ খেয়েছিলেন যে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা পর্যন্ত তাঁর ছিল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০২২ ১৭:৩৩
Share:

হবু স্ত্রীর বদলে শ্যালিকার গলায় বরমালা পরিয়ে দিলেন পাত্র। ছবি: সংগৃহীত

মদের নেশায় চু্র হয়ে টলমলে পায়ে বিয়ের মণ্ডপে উঠেছিলেন পাত্র। নেশার ঘোরে হবু স্ত্রীর বদলে শ্যালিকার গলায় বরমালা পরিয়ে দিলেন। আর তার পরই উত্তম মধ্যম খেতে হল পাত্রকে। নেটমাধ্যমে এমন একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিয়োটি বিহারের। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মত্ত অবস্থায় বিয়ে করতে মণ্ডপে ওঠেন পাত্র। এত মদ খেয়েছিলেন যে, দাঁড়িয়ে থাকার ক্ষমতা পর্যন্ত তাঁর ছিল না। পাত্রী তাঁর গলায় মালা পরিয়ে দিলেও তিনি দাঁড়িয়ে ছিলেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে।

Advertisement

এর পর পাত্রীর বোন, অর্থাৎ তাঁর শ্যালিকা বরণ করতে আসার পর নেশার ঘোরে তাঁর গলাতেই মালা পরিয়ে দেন পাত্র। কাণ্ড দেখে হতবাক হয়ে যান কনে। বেজায় চটেন শ্যালিকা। এলোপাথাড়ি চড় মারতে শুরু করেন দিদির হবু বরকে। কিন্তু তাতেও বিশেষ কোনও হেলদোল দেখা যায় না পাত্রের হাবভাবে। যদিও এই ঘটনা বাস্তবে ঘটেনি। মঞ্চস্থ করা হয়েছিল। ইউটিউবের একটি কমেডি চ্যানেল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। আপাতত এই ভিডিয়ো ভাইরাল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement