Viral Video

‘বেড়া টপকাতে দেব না’! টেনে নামিয়ে দিতেই শুরু দুই চিরাচরিত শত্রুর ঝগড়া, ভাইরাল ভিডিয়ো

বেড়া টপকানোর চেষ্টা করছে একটি বিড়াল। কিন্তু তা দেখে সেখানে ছুটে যায় একটি কুকুর। বিড়ালটিকে সেখান থেকে টেনে নামিয়ে দেয়। আবার সুযোগ বুঝে বেড়া টপকানোর চেষ্টা করে বিড়ালটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোনও বাঁধন মানবে না বলে লুকিয়ে লুকিয়ে বেড়া টপকাচ্ছিল একটি বিড়াল। কিন্তু তা নজরে পড়ে যায় কুকুরের। সঙ্গে সঙ্গে বিড়ালটিকে টেনে নামিয়ে দেয় সে। সুযোগ খুঁজে আবার একই কাজ করতে যায় বিড়ালটি। তখনও একই কাণ্ড ঘটে। কুকুরটি তাকে টেনে নামিয়ে দেয়। তাই কুকুরের উপর খেপে গিয়ে তাকে মারতে শুরু করে বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বেড়া টপকানোর চেষ্টা করছে একটি বিড়াল। কিন্তু তা দেখে সেখানে ছুটে যায় একটি কুকুর। বিড়ালটিকে সেখান থেকে টেনে নামিয়ে দেয়। আবার সুযোগ বুঝে বেড়া টপকানোর চেষ্টা করে বিড়ালটি। কিন্তু দ্বিতীয় বারও সফল হয় না সে। কুকুরটি আবার সেখানে হাজির হয়ে যায়। পা দিয়ে টেনে নামাতে শুরু করে বিড়ালটিকে। তবে বিড়ালটি নাছোড়বান্দা। বেড়া পার হবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। তাই বেড়া ধরে রাখার যারপরনাই চেষ্টা করতে থাকে সে।

শেষ পর্যন্ত কুকুরের সঙ্গে পেরে ওঠে না বিড়ালটি। নীচে পড়ে যায় সে। বেড়ার অন্য পারে কুকুরটি তাকে যেতে দিল না বলে তার উপর রেগে যায় বিড়ালটি। কুকুরের সঙ্গে মারপিট শুরু করে সে। যদিও কুকুরটি নিজেকে বাঁচানোর চেষ্টা করে পিছনে সরে যাচ্ছিল। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ভিডিয়োটি বেশ মজার তো! কুকুর এবং বিড়ালের মধ্যে যে লড়াই লাগবে এটাই তো স্বাভাবিক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement