Viral News

কর্মীদের উৎসাহ দিতে মার্সিডিজ় দিচ্ছে সংস্থা! বিয়ে করলেও পাওয়া যাবে ‘বিশেষ’ উপহার

কর্মদক্ষতার উপর ভিত্তি করে কয়েক জন কর্মীকে উপহার দিয়েছে সংস্থা। মার্সিডিজ় বেন্‌জ, হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি থেকে উপহার দেওয়া হয়েছে বাইক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৩০
Share:

—প্রতীকী ছবি।

সংস্থার উন্নতির জন্য কঠিন পরিশ্রম করেন কর্মীরা। এই ‘অতুলনীয় শ্রমের’ মর্যাদা দিতে কর্মীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সেই উপহারের তালিকায় দামি বাইক থেকে শুরু করে রয়েছে নামী ব্র্যান্ডের গাড়িও। জানা গিয়েছে, সংস্থার কোনও কর্মী বিয়ে করলে তাঁকে দেওয়া হয় ‘বিশেষ’ উপহারও।

Advertisement

চেন্নাইয়ের একটি স্টিল প্রস্তুতকারী সংস্থায় কাজ করেন ১৮০ জন কর্মী। কর্মদক্ষতার উপর ভিত্তি করে কয়েক জন কর্মীকে উপহার দিয়েছে সংস্থা। মার্সিডিজ় বেন্‌জ, হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি থেকে উপহার দেওয়া হয়েছে বাইক। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রীধর কন্নন এই প্রসঙ্গে জানান, সংস্থার কর্মীদের উৎসাহ দিতেই এই উপহারের আয়োজন করা হয়েছে। এই বছর ২৮ জন কর্মীকে গাড়ি এবং ২৯ জন কর্মীকে বাইক উপহার দেওয়া হয়েছে বলে জানান তিনি। শ্রীধর বলেন, ‘‘বহু কর্মীরই স্বপ্ন থাকে নিজের টাকায় গাড়ি কেনার। আমরা তাঁদের শ্রমের মর্যাদা দিতে এই স্বপ্নটুকু পূরণ করেছি। তবে আমাদের দেওয়া উপহার যদি তাঁদের পছন্দ না হয়, তাঁরা যদি অন্য গাড়ি কিনতে চান তা হলে উপহারে পাওয়া গাড়ি বা বাইকের বাজারমূল্য বাদে বাকি টাকাটুকু দিয়ে গাড়ি কিনতে পারেন।’’

শুধু তাই নয়, সংস্থার কোনও কর্মী বিয়ে করলে তাঁদের জন্য ‘বিশেষ’ উপহারও দেওয়া হয়। শ্রীধর জানান, কোনও কর্মী বিয়ে করলে তাঁকে সংস্থার পক্ষ থেকে উপহারস্বরূপ ৫০ হাজার টাকা দেওয়া হত। চলতি বছর থেকে সেই পরিমাণ বেড়ে এক লক্ষ টাকা দাঁড়িয়েছে। শ্রীধরের কথায়, ‘‘কর্মীদের অনুপ্রেরণা জোগানোর জন্যই এমন পদক্ষেপ করা হয়। দেখা হয়, তাঁরা যেন আরও ভাল ভাবে কাজ করার উৎসাহ পান।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement