ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার ধারের একটি হোটেলে একসঙ্গে খেতে গিয়েছিলেন বন্ধুবান্ধবেরা। সেই হোটেলে আগে থেকেই উপস্থিত ছিলেন অন্য এক দল তরুণ। কিছু ক্ষণ হোটেলে বসে থাকার পর দুই দলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে। দুই দলের মধ্যে শুরু হয় তর্কাতর্কি। সেখান থেকে মারপিট। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রাস্তার ধারের একটি হোটেলের ভিতর মারপিট করছে দুই দল তরুণ। হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, হোটেলের বেঞ্চও ভেঙে পড়়ে যায়।
হোটেলের ভিতর থেকে বাকি অতিথিরা ভয়ে বেরিয়ে যান। মারপিট করতে করতে কয়েক জন তরুণ রাস্তায়ও নেমে পড়েন। তাঁদের কাণ্ড দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েন কয়েক জন। কিছু ক্ষণ নিজেদের মধ্যে হাতাহাতি করার পর নিজেরাই মারপিট থামিয়ে দেন তাঁরা। ঘটনাটি উত্তরপ্রদেশের বিজনৌর এলাকায় ঘটেছে। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘মনে হয় পনিরের তরকারিতে পনিরের টুকরো কম পড়েছিল। তাই সকলের মধ্যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে।’’