—ফাইল চিত্র।
গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আছে তিন বোন। জল রঙে হাতে আঁকা এই ছবি শুধু ছবি নয়। এটি আসলে ধাঁধার প্রশ্ন।
অপটিক্যাল ইলিউশন বা চোখ ধাঁধানো ধাঁধার খেলা ভাল সময় কাটানোর সঙ্গী হতে পারে। তবে মস্তিষ্কের বিশেষজ্ঞরা বলেন এই ধাঁধা আমাদের দৃষ্টিশক্তির পাশাপাশি বুদ্ধিমত্তাকেও ক্ষুরধার বানায়। তাই এই ধাঁধার উপযোগিতা ও আছে।
এই ছবিটি থেকে খুঁজে বার করতে হবে আরও দুজনের মুখ। এমনিতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিন বোনের মুখ স্পষ্ট। কিন্তু তাদের ভাইয়েরা একটু আবছায়া ভাবে উপস্থিত এই ছবিতে। তাদেরকেই খুঁজে বার করতে হবে আপনাকে।
ছবির যেকোনও জায়গাতেই মুখ লুকিয়ে থাকতে পারে এরা। খুঁজে পেলেন কি?
না পেলে নীচের ছবিতে চোখ রাখুন।