ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেয়ের বিয়ে বলে কথা! মঞ্চে তাই দুই কন্যার সঙ্গে নাচ করছিলেন প্রৌঢ়া। দুই তরুণী পরেছিলেন ধূসর রঙের লেহঙ্গা। তাঁদের মা পরেছিলেন চুড়িদার। মঞ্চে দাঁড়িয়েছিলেন তিন জনই। হঠাৎ নেপথ্যে বেজে উঠল সেই বিখ্যাত হিন্দি গান ‘কলিয়োঁ কা চমন’। সেই গানেই দুই মেয়ের সঙ্গে নাচতে শুরু করলেন প্রৌঢ়া। সমাজমাধ্যমে সেই নাচের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘অর্শওয়েডিংকোরিয়োগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, লেহঙ্গা পরা দুই তরুণীর সঙ্গে মঞ্চে নাচছেন এক মহিলা। এই দুই তরুণী তাঁর দুই কন্যা। তাঁদের মধ্যে এক কন্যার বিয়ে। বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছিল সঙ্গীতের অনুষ্ঠান।
সেই অনুষ্ঠানেই দুই মেয়ের সঙ্গে ‘কলিয়োঁ কা চমন’ গানে নাচলেন তিন জন। দুই কন্যাকে দুই পাশে রেখে মঞ্চে একেবারে মধ্যমণি হয়েছিলেন ওই মহিলা। নাচের দিক থেকেও দুই কন্যার চেয়ে বেশি প্রশংসা কুড়োলেন তিনিই। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে মহিলার উচ্চকিত প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘ওই মহিলাই তো আসল ‘কলি’। দুই মেয়ের নাচ তাঁর নাচের কাছে কিছুই নয়।’’ আবার এক মহিলা নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আমার মা ভিডিয়োটি দেখে আমায় বললেন যে, তিনিও আমার বিয়েতে এমন ভাবে নাচ করতে চান।’’