ছবি: এক্স থেকে নেওয়া।
নদীতে জল খেতে নেমেছিল বুনো দাঁতাল শুয়োর। তাকে শিকারের আশায় পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বুনো কুকুরের দল। তবে সে আশায় জল ঢালল একটি কুমির। হঠাৎ হামলা করে কুকুরের দলের চোখের সামনে থেকে বুনো শুয়োরকে জলে টেনে নিয়ে গেল সে। ভয় ধরানো এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে নেমে নিশ্চিন্তে জল খাচ্ছে একটি বুনো দাঁতাল শুয়োর। আর নদীর তিরে শুয়োরটিকে শিকারের উদ্দেশ্যে দাঁড়িয়ে রয়েছে এক দল বুনো কুকুর। শুয়োরটি নদী থেকে উঠে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তারা। কিন্তু তারা জানত না যে, শুয়োরটিকে শিকার করার জন্য জলের তলায় ঘাপটি মেরে বসে আছে এক বিশালাকার কুমির। দাঁতাল শুয়োরটি অন্যমনস্ক হতেই তার দিকে ঝাঁপিয়ে পড়ে সেই ‘দানব’। চোখের নিমেষে শুয়োরটিকে জলে টেনে নিয়ে যায় সে। আশাহত হয় বন্য কুকুরগুলি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
১ জানুয়ারি ‘নেচার ইজ় ক্রুয়েল’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, “কুমির সত্যিই নিষ্ঠুর। বিপজ্জনক প্রাণী।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কুমির আমার কাছে দুঃস্বপ্ন। আমি নদীর ধারে হাঁটলে যদি কোনও কুমির আমাকে টেনে নিয়ে যায়!’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘বন্য কুকুর ছিঁড়ে টুকরো টুকরো করার থেকে কুমির টেনে নিয়ে যাওয়া ভাল।’’