ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিয়ের পাত্র ঠিক করেছেন বাবা। মালাবদলের সময় হবু স্বামীর মুখ দেখে হাউহাউ করে কান্না জুড়লেন পাত্রী। অনেক করেও কান্না থামল না তাঁর। এমনই এক ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের মঞ্চে একটি আসনে বসে রয়েছেন পাত্র এবং পাত্রী। পাশে অন্য দুই তরুণীও বসে। মালাবদলের অনুষ্ঠান শুরু হওয়ার কথা কিছু ক্ষণেই। এমন সময় হবু পাত্রের দিকে তাকিয়ে হাউহাউ করে কাঁদতে শুরু করেন পাত্রী। কাঁদতে কাঁদতে মাথা নামিয়ে ফেলেন তিনি। তাঁকে দেখে তাঁর পরিবারের সদস্যেরা ছুটে আসেন। তবে অনেক চেষ্টা করেও পাত্রীর কান্না থামাতে পারেননি তাঁরা। পাশে বসে থাকা বর চুপ করে পুরো বিষয়টি দেখলেও তাঁকে কোনও কথা বলতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘টিভি১মিডিয়া’র ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় দেড় কোটি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক পড়েছে লাখ লাখ। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন অনেকে। নেটাগরিকদের একাংশের মত, পাত্রীর অমতে ওই বিয়ে হচ্ছিল। পাত্রও তাঁর বাবার পছন্দ করা। আর সেই কারণেই তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তবে পুরো বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করতে দেখা গিয়েছে অনেককে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাত্রের মনে হয় সরকারি চাকরি ছিল না, তাই এত কান্না।’’