viral video of begging

কলকাতায় ভিক্ষা করে কত উপার্জন হয়? জানতে ছেঁড়া পোশাক পরে পথে তরুণ! কত আয় হল?

‘পান্থ দ্য লাস্ট রোল নম্বর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১১:০৬
Share:

ছবি: সংগৃহীত।

পরনে সাদা রঙের ছেঁড়া টি শার্ট, নীল রঙের প্যান্টও ছেঁড়াফাটা। হাতে বাটি নিয়ে কলকাতার রাস্তায় ভিক্ষা করছেন এক তরুণ। তাঁকে দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষজন। সুস্থ, স্বাভাবিক এক তরুণকে এ ভাবে পথচারীদের সামনে হাত পাততে দেখে খানিকটা অবাকই হয়েছেন তাঁরা। কী এমন ঘটল যাতে এই ভাবে শহরের পথে ভিক্ষা করতে বেরোতে হল যুবককে?

Advertisement

গোটা বিষয়টি আসলে সাজানো। সমাজমাধ্যমে নজর কাড়তে এই ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন ওই যুবক। ২৪ ঘণ্টা ভিক্ষা থেকে উপার্জন করে কী ভাবে দিন কাটানো যায়, সেই চ্যালেঞ্জই নিয়েছিলেন ওই তরুণ। ‘পান্থ দ্য লাস্ট রোল নম্বর’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি প্রকাশিত হয়েছে।

ভাইরাল ভিডিয়োয় যে তরুণকে ভিক্ষা করতে দেখা গিয়েছে তাঁর নাম পান্থ দেব, কামালগাজি এলাকার প্রতাপগড়ের বাসিন্দা। আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে পান্থ জানান, তিনি এই ধরনের ভিডিয়ো করতে ভালবাসেন। যাঁরা গৃহহীন ও ভিক্ষা করে দিন গুজরান করেন, তাঁদের জীবন কেমন তা প্রত্যক্ষ করতেই এই ভিডিয়োর পরিকল্পনা করেছিলেন। গত শনিবার সকাল ১০টা থেকে পথে পথে তিনি ভিক্ষা করতে শুরু করেন। ভি়ডিয়োয় দেখা গিয়েছে টাকার জন্য হাত পাতলেও তরুণের আবেদনে সাড়া দেননি অনেকেই। সারা দিনে ভিক্ষা করে সর্বসাকুল্যে পান্থ ৩৪ টাকা রোজগার করেন। সেই টাকা সহায় সম্বলহীন এক বৃদ্ধার হাতে তুলে দেন তিনি।

Advertisement

ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মন্তব্য বক্সে। কেউ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেক বিষয়টিকে ‘প্রচার পাওয়ার সস্তা কৌশল’ বলে মন্তব্য করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement