ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
প্রেমিকাকে নিয়ে গাড়ি চড়ে বেরিয়ে যাচ্ছেন স্বামী। হাতেনাতে ধরতে একটি ট্রাকের উপর ঝুলে ঝুলে ধাওয়া করলেন স্ত্রী। ঠিক যেন জেমস বন্ড সিনেমার দৃশ্য। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়ো ভাইরালও হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যম ‘দেসপার্তা সিদেদ’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে কালো রঙের একটি গাড়ি পেরিয়ে যাচ্ছে। তার পিছনেই ছুটছে একটি ট্রাক। আর সেই ট্রাকের এক পাশ থেকে ঝুলছেন এক মহিলা। বার বার ট্রাকচালককে তাড়া দিচ্ছেন। গাড়ি আরও জোরে চালানোর অনুরোধ করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলার নাম ডায়ানা সেগটোভিচ। পেশায় মডেল এবং নেটপ্রভাবী ডায়ানা ব্রাজিলের বাসিন্দা। তাঁর স্বামী চিকিৎসক। বিগত কয়েক দিন ধরেই স্বামী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ভেবে সন্দেহ করছিলেন ডায়ানা। তবে গত রবিবার স্বামীকে প্রেমিকার সঙ্গে দেখে তাঁদের গাড়ির পিছু নেন তিনি। আর পিছু নিতে গিয়ে একটি ট্রাকে চড়ে যান।
ইনস্টাতে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখছেন। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘এ তো মহিলা জেমস বন্ড! বরের কপাল কি পুড়ল?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মহিলার সাহসকে কুর্নিশ। এ রকম সাহস কমই দেখা যায়।’’