Uttar Pradesh News

ফুলশয্যার রাতে মদ, গাঁজা, মাংস খাওয়ার আবদার! নববধূর নামে নালিশ করতে থানায় পাত্রপক্ষ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুলশয্যার রাতে ‘মুখ দেখা’ অনুষ্ঠানের সময় শ্বশুরবাড়ির লোকজনকে হতবাক করে দিয়ে তাঁদের কাছে মদ, গাঁজা এবং মাংসের দাবি করে বসেন কনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:০০
Share:

—প্রতীকী ছবি।

ফুলশয্যার রাতে বিয়ার, গাঁজা এবং খাসির মাংস খেতে চেয়েছিলেন স্ত্রী। ভড়কে গিয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশের কাছে অদ্ভুত এক দাবিও করলেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারনপুরে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফুলশয্যার রাতে ‘মুখ দেখা’ অনুষ্ঠানের সময় শ্বশুরবাড়ির লোকজনকে হতবাক করে দিয়ে তাঁদের কাছে মদ, গাঁজা এবং মাংসের দাবি করে বসেন কনে। প্রথমে তিনি তাঁর স্বামীকে একটা বিয়ার এনে দিতে বলেন। বিয়ার এনে দেওয়ার পর গাঁজা এবং খাসির মাংসের আবদার করলেই সন্দিহান হয়ে পড়েন শ্বশুরবাড়ির সদস্যেরা। নববধূর আবদারে আমল না দিয়ে ফুলশয্যার রাতেই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। পাশাপাশি থানায় গিয়ে এক অদ্ভুত দাবিও করেন।

পাত্রপক্ষের দাবি, নববধূ মহিলা নন, বরং তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। তবে পাত্রীপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও কোনও পক্ষই বিষয়টি নিয়ে মামলা দায়ের করেননি। দু’পক্ষের দাবি শুনে পুলিশ তাঁদের পারিবারিক বিষয় বাড়িতে মিটমাট করার পরামর্শ দেয়। এর পর উভয়পক্ষই থানা থেকে চলে যান বলে খবর।

Advertisement

খবরটি প্রকাশ্যে আসতে নেটপাড়াতেও হইচই পড়েছে। বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্যও করেছেন বিষয়টি নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement