Viral Video

দুই সন্তানের বাবার সঙ্গে পরকীয়া স্ত্রীর, দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন স্বামী! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শীতের রাতে এক যুবক এবং এক মহিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। এর পর লাল শাল জড়িয়ে থাকা মহিলার সিঁথিতে সিঁদুর দিতে দেখা যায় ওই যুবককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। দাঁড়িয়ে থেকে সেই প্রেমিকের সঙ্গেই বিয়ে দিলেন স্বামী। এ যেন একেবারে বলিউড ছবি ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গল্প। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বিহারের সহরসা শহরে।

Advertisement

প্রেম করে ১২ বছর আগে বিয়ে হয়েছিল সহরসা শহরের বাসিন্দা অনিল এবং জ্যোতি রানির। তিন সন্তানও হয় তাঁদের। সম্প্রতি অনিল জানতে পারেন, ব্রজেশ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন জ্যোতি। ব্রজেশও দু’সন্তানের বাবা। স্ত্রীকে প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরেও ফেলেন অনিল। এর পরেই তিনি স্ত্রীর সঙ্গে তাঁর প্রমিকের বিয়ে দেওয়ানোর সিদ্ধান্ত নেন। জ্যোতি এবং ব্রজেশের বিয়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শীতের রাতে এক যুবক এবং এক মহিলা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের ঘিরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। এর পর লাল শাল জড়িয়ে থাকা মহিলার সিঁথিতে সিঁদুর দিতে দেখা যায় ওই যুবককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

বৃহস্পতিবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইকের ঝড় উঠেছে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। পুরো ঘটনাটির সঙ্গে ‘হাম দিল দে চুকে সনম’ ছবির গল্পের মিল পেয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খোরপোশের খরচা থেকে মুক্তি পাওয়ার সেরা কৌশল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘পুরো হাম দিল দে চুকে সনমের গল্প। এদের বাচ্চা রয়েছে— শুধু এটাই পার্থক্য।’’ আবার পুরো বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে তৃতীয় জন লিখেছেন, ‘‘কী অবস্থা। সমাজ কোথায় যাচ্ছে? বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের মানুষ কী দৃষ্টান্ত স্থাপন করছে??’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement