Viral Video

ছাঁদনাতলায় বর-কনের মারামারি, একে অপরের গালে সপাটে চড় কষালেন, প্রকাশ্যে ভিডিয়ো

ছাঁদনাতলায় শুভদৃষ্টি, মালাবদলের বদলে কিনা মারামারি! এ আবার কী কাণ্ড! এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৫:৫৬
Share:

বিয়ের আসরে বর-কনে। —প্রতীকী ছবি।

বর-কনে তখন সেজেগুজে তৈরি। ছাঁদনাতলায় সবে তাঁরা একে অপরের মুখোমুখি হয়েছেন। বিয়ে দেখতে তখন চারদিকে অতিথিদের ভিড়। মালাবদল, শুভদৃষ্টি নয়, আচমকা একে অপরকে মারধর শুরু করলেন তাঁরা। যা দেখে থ হয়ে গেলেন সকলে।

Advertisement

ছাঁদনাতলায় শুভদৃষ্টি, মালাবদলের বদলে কিনা মারামারি! এ আবার কী কাণ্ড! এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়োতে দেখা গিয়েছে, মারামারি করছেন বর এবং কনে। একে অপরের গালে চড় কষাচ্ছেন তাঁরা। তাঁদের ছাড়ানোর চেষ্টা করছেন অতিথিরা। কিন্তু বর এবং কনের ঝগড়া থামাতে ব্যর্থ তাঁরা।

Advertisement

বিয়ের আসরে বর এবং কনের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। হেসে খুন হয়েছেন অনেকে। তবে ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি। কী নিয়ে তাঁদের মধ্যে গোলমাল বাধল, তা-ও জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement