Dog

সাড়ে ১৬ লক্ষ টাকায় কুকুরের জন্য বাড়ি, সেই বাড়িতে ফ্রিজ-টিভি কী নেই! ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োর যে বিষয়টি দর্শকদের অবাক করেছে, তা হল কুকুরের সাড়ে ষোলোলাখি বাড়ির অন্দর সজ্জা। কুকুরের জন্য তৈরি এই বাড়ি আসলে একটি দুপ্লে ফ্ল্যাটের ছোট সংস্করণ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৯:৪৬
Share:

কুকুরের বাড়ি দেখে চমকে গেলেন নেটাগরিকেরা। প্রতীকী ছবি।

যে টাকা খরচ করলে একটি ছোট পরিবারের মাথা গোঁজার আশ্রয় ভাল ভাবে বানানো যায়, তা দিয়ে পোষ্য কুকুরের জন্য বাড়ি বানালেন এক যুবক। সেই বাড়ির ভিতরের দৃশ্য দেখে চমকে গিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

ভিডিয়োটি ইউটিউবে পোস্ট করা হয়েছে ব্রেন্ট রিভেরা নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। যার জন্য বাড়ি বানানো হয়েছে তার নাম চার্লি। গোল্ডেন রিট্রিভার প্রজাতির গমরঙা ওই পোষ্যকে তার জন্মদিন উপলক্ষ্যে দেওয়া হয়েছে এই উপহার। যে ভিডিয়োটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি রেকর্ডও করা হয়েছে তার জন্মদিনেই। চার্লিকে তার উপহার দেওয়ার মুহূর্তই বন্দি করা হয়েছে ক্যামেরায়।

ইউটিউবে ওই ভিডিয়ো দেখা হয়ে গিয়েছে ৭০ লক্ষবার। সমাজমাধ্যমের অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োর যে বিষয়টি দর্শকদের অবাক করেছে, তা হল কুকুরের সাড়ে ষোলোলাখি বাড়ির অন্দর সজ্জা। কী নেই ওই ছোট্ট বাড়ির ভিতরে! দরজাটি ছোট কিন্তু ভিতরে স্বাভাবিক উচ্চতার মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে। তবে তার কারণ, কুকুরের জন্য তৈরি এই বাড়ি আসলে একটি দুপ্লে ফ্ল্যাটের ছোট সংস্করণ।

মাঝখানে হলঘরের একপাশ দিয়ে উঠে গিয়েছে সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে শোবার ঘর। নীচে বসার ঘর। সেখানে একটি সোফা সেট। এমনকি টিভি-মিনি ফ্রিজ-কফি টেবল সম্বলিত একটি মনোরঞ্জনের জায়গাও রয়েছে। রয়েছে আরও অনেক কিছু যা ভিডিয়ো দেখলেই বোঝা যাবে।

ইউটিউবার ব্রেন্ট ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বয়স ২৫। ইউটিউবে ২ কোটি ৬৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement