—প্রতীকী ছবি।
বছরের শেষে কাজের খুব চাপ থাকে। তাই কোনও কর্মী ছুটি নিতে পারবেন না। অসুস্থতার জন্যও কামাই করা যাবে না। নোটিস দিয়ে কর্মীদের কড়া নির্দেশ দিল এক সংস্থা। তবে এই ঘটনা কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। সম্প্রতি রেডিটের পাতায় এক নেটব্যবহারকারী একটি নোটিসের ছবি তুলে পোস্ট করেছেন। সেই নোটিসে লেখা রয়েছে, ‘‘নভেম্বর মাসের ২৫ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত কোনও ছুটি নেওয়া যাবে না। সমস্ত ছুটি বাতিল। হঠাৎ কোনও প্রয়োজনে অফিস কামাই করা বা অসুস্থতার কারণে ছুটি নেওয়া— কোনও কিছুই হবে না। বছরের শেষ। হাতে প্রচুর কাজ রয়েছে। সকলে মন দিয়ে কাজে লেগে পড়ুন। ধন্যবাদ।’’
এই নোটিসটি দেখার পর নেটব্যবহারকারীদের অধিকাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রায় এক মাস কোনও ছুটি নেওয়া যাবে না এই ধরনের নির্দেশ কোনও সংস্থার তরফে কী করে দেওয়া যায় তা ভেবেই অবাক হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক বলেছেন, ‘‘আর কয়েক সপ্তাহ পর বড়দিন। তার পর নতুন বছর আসবে। এই সময় লোকজন উৎসবেই মেতে থাকেন। কিন্তু এ আবার কোন অফিস যে, ছুটি নিতে বারণ করছে কর্মীদের?’’ আবার এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আমি যদি মারা যাই, তা হলেও মনে হয় তিন দিন আগে অফিসে জানাতে হবে। এগুলো খুবই অমানবিক।’’