Viral Video

গর্তে ঢুকে গোখরোকে জব্দ করল নেউল! অহি-নকুল যুদ্ধের ভিডিয়ো দেখে শিউরে উঠল সমাজমাধ্যম

১৯ সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট করার পর নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ০৯:৫১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

গর্তে ঢুকে একটি বিশাল গোখরোকে ধরাশায়ী করে দিল নেউল। সাপ, নেউলের চিরাচরিত শত্রুতার ছবি ধরা পড়েছে একটি ভিডিয়োয়। সেই শত্রুতার একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ইনস্টাগ্রামের ‘ওয়াইল্ড লাইফ ভাইব্‌স’ নামের একটি অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট করার পর ব্যাপক নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রায় ৭০ হাজারের বেশি লাইক জমা পড়েছে ভিডিয়োটিতে। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা জায়গায় বড় গর্তের মধ্যে ঢুকে বসে রয়েছে দুই যুযুধান পক্ষ। এক বিঘত চওড়া ফণা তুলে নেউলটিকে ছোবল মারতেই ফোঁস করে উঠল নেউলটি। আক্রমণের সামনে ফণা কিছুটা সরিয়ে নেয় বিষধর গোখরোটি। পাল্টা আক্রমণ করতে উদ্যত হতেই নেউল ও সাপের মধ্যে ‘যুদ্ধ’ বেধে যায়। নেউলটি এক ঝটকায় দাঁত দিয়ে কাম়ড়ে ধরে সাপের মুখটি। নেউলের কামড়ে ছটফট করতে থাকে সাপটি। তাতে বিশেষ লাভ হয়নি। পা দিয়ে সাপের শরীরকে মাটিতে চেপে রাখে নেউলটি। বিপক্ষের শারীরিক ক্ষমতার কাছে হার মানে সাপটি। সাপের মুখ কামড়ে তাকে হারিয়ে দেয় পরাক্রমী নেউল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement