ছবি: ফেসবুক থেকে নেওয়া।
১৯৯৮ সাল। শঙ্কর মহাদেবনের কণ্ঠে তখন ‘ব্রেদলেস’ গানটি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। তার পর কেটে গিয়েছে দু’দশকের বেশি সময়। ২৬ বছর পরেও গানটির জনপ্রিয়তা একই জায়গায় রয়ে গিয়েছে। এখনও কোনও মঞ্চে শঙ্কর পারফর্ম করলে অথবা কোনও অনুষ্ঠানে তিনি অতিথি হিসাবে আমন্ত্রিত থাকলে তাঁকে এই গান গাওয়ার জন্য অনুরোধ করা হয়ে থাকে। সঙ্গীতপ্রেমীদের কাছে এই গানটি সত্যিই কালজয়ী। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে এই গানটি শোনালেন এক তরুণী। তবে গেয়ে নয়, বীণায় এই গানের সুর তুলে ধরলেন তিনি। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন তরুণী।
তরুণীর নাম বীণা শ্রীবাণী সত্যবাণী পি। পেশায় বীণাবাদক তিনি। দেশ-বিদেশের নানা জায়গায় পারফর্ম করেন বীণা। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন তিনি। সেই পারফরম্যান্সের ভিডিয়ো ফেসবুকের পাতায় পোস্টও করেছেন তরুণী। শঙ্কর মহাদেবনের ‘ব্রেদলেস’ গানের সুর বীণায় বাজিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের শোনাচ্ছেন তিনি। মঞ্চের ঠিক মাঝখানে বীণা হাতে বসে রয়েছেন তরুণী। দর্শকাসনে বসে থাকা অতিথিরা কেউ মুগ্ধ হয়ে সেই সুর শুনছেন। কেউ কেউ আবার ক্যামেরাবন্দি করছেন সেই মুহূর্তটি। পারফরম্যান্স শেষ হওয়ার পর অতিথিদের ধন্যবাদ জানান তরুণী।
ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন মন্তব্য করেছেন, ‘‘আপনি খুব সুন্দর বীণা বাজান। অপূর্ব লাগল শুনতে।’’ আবার এক নেটাগরিক বলেছেন, ‘‘এই সুর আমার কানে বাজতে থাকবে।’’