—ছবি: সংগৃহীত।
দীপাবলি উদ্যাপন করতে প্রদীপ জ্বালাবেন বলে ভেবেছিলেন তরুণ। কিন্তু প্রদীপ জ্বালাতে গিয়ে তিনি যে এমন কাণ্ড বাঁধিয়ে বসবেন তা ভাবতে পারেননি কেউই। জিপিএস ম্যাপ খুলে তিনি পাঁচ কিলোমিটার রাস্তা নির্ধারণ করেছেন, যেখান দিয়ে হাঁটলে ম্যাপে একটি প্রদীপের নকশা ফুটে ওঠে। সমাজমাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
তিলক রেড্ডি নামে এক তরুণ তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি জিপিএস ম্যাপের ছবি পোস্ট করেছেন। অন্য রং দিয়ে সেই ম্যাপের উপর যেন কেউ প্রদীপ এঁকে দিয়েছেন। তিলক ছবিটি পোস্ট করে জানিয়েছেন যে, রং করা ওই রাস্তা ধরে নাকি তিনি দৌড়েছেন। পাঁচ কিলোমিটার এই রাস্তায় দৌড়তে ৩৪ মিনিট সময় লেগেছে তিলকের। বেঙ্গালুরুর একটি প্রযুক্তি সংস্থার কর্মী তিনি। ইন্দিরানগর থেকে কোদিহালি এলাকা জুড়ে পাঁচ কিলোমিটার রাস্তা বেছেছিলেন তিনি।
তিলক ছবিটি পোস্ট করে লেখেন, ‘‘সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই। মাটির প্রদীপ বানানোর চেষ্টা করলাম। দেখে জানান তো কেমন লাগল।’’ ছবিটি দেখে হাসাহাসি করতে শুরু করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘প্রদীপ কোথায়? আমি তো খালি চোখে একটি কমোড আঁকা দেখতে পাচ্ছি।’’