Viral Video

মঞ্চের মাঝেই ধপাস! ‘ট্র্যাপ ডোর’ ভেঙে পড়ে গেলেন খ্যাতনামী গায়ক, তার পর?

মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে তাঁদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস মার্টিন। কথা বলতে বলতে সামনের দিকে তাকিয়ে পিছিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ মঞ্চের মাঝে পড়ে যেতে দেখা যায় তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৫:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট ছিল কোল্ডপ্লের। মার্ভেল স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে দর্শকের সঙ্গে কথা বলছিলেন ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিন। হাতে মাইক নিয়ে কথা বলতে বলতে মঞ্চের পিছনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন ক্রিস। হঠাৎ মঞ্চের মাঝখানে ধপাস করে পড়ে যেতে দেখা গেল তাঁকে। এক নজরে দেখে মনে হল যেন মঞ্চ ভেঙে পড়ে গিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

রবিবার মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে কনসার্ট ছিল কোল্ডপ্লে ব্যান্ডের। কনসার্ট দেখতে ভিড় জমিয়েছিলেন কোল্ডপ্লের অনুগামীরা। মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে তাঁদের সঙ্গে কথা বলছিলেন ক্রিস। কথা বলতে বলতে সামনের দিকে তাকিয়ে পিছিয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ মঞ্চের মাঝে পড়ে যেতে দেখা যায় তাঁকে। মঞ্চের নীচে ‘ট্র্যাপ ডোর’টি খোলা ছিল। সেখানেই পড়ে যান গায়ক। কিন্তু পড়ে যেতেই তিনি সামলে উঠলেন।

‘ট্র্যাপ ডোর’-এর সামনেই দাঁড়িয়েছিলেন এক তরুণ। তিনিই সামলে নিলেন ক্রিসকে। আবার মঞ্চে উঠে গেলেন ক্রিস। দর্শকের উদ্দেশে তার পর তিনি বলেন, ‘‘আমার পড়ে যাওয়াটা কিন্তু একদমই আগে থেকে ঠিক করা ছিল না। নীচে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি আমায় সামলে নিলেন। এটা কিন্তু ইউটিউবে ছড়িয়ে যাওয়ার মতো বিষয়।’’

Advertisement

‘গ্রেগ ব্রিগস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ক্রিসের এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে লেখা, ‘‘আজ রাতে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়েছিলাম। আমার সামনে ট্র্যাপ ডোরে পড়ে গেলেন তিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement