Viral Clutch Bag

হিল জুতোয় রাখা যাবে টাকা! অভিনব ব্যাগের দামে কেনা যাবে বিলাসবহুল গাড়িও

ওয়েবসাইট অনুযায়ী সেই ক্লাচ ব্যাগের মূল্য ১৮৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৬৩ হাজার ৬৬৪ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
Share:

ছবি: সংগৃহীত।

দূর থেকে দেখে মনে হবে একটি হিল জুতো কেউ তালুবন্দি করে হেঁটে যাচ্ছেন। কিন্তু আদতে তা নয়। এ যে আস্ত একখানা ব্যাগ! ভিতরে রাখার জায়গা নিমিত্ত মাত্র। কিন্তু এর দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে। এই ব্যাগের দাম লক্ষ লক্ষ টাকা।

Advertisement

‘ব্যালেনসিয়াগা’ নামের স্পেনের একটি ফ্যাশন সংস্থা দ্বারা জুতোর আকারে একটি ব্যাগ তৈরি করা হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী সেই ক্লাচ ব্যাগের মূল্য ১৮৯০ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৬৩ হাজার ৬৬৪ টাকা। পেনসিল হিল তোলা জুতোর মতো দেখতে এই ক্লাচ ব্যাগের মাঝে একটি চেন রয়েছে।

ফ্যাশনিস্টাদের একাংশের দাবি, এই অভিনব ডিজ়াইনের ব্যাগ সত্যিই নজরকাড়া। তবে লক্ষাধিক টাকা খরচ করে এই ব্যাগ কেনার কোনও অর্থ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘আমি যত টাকা খরচ করে ব্যাগটা কিনব, তত টাকা রাখার জায়গাই তো ব্যাগের ভিতর নেই।’’ আবার এক জনের কথায়, ‘‘এই দাম দিয়ে তো আমি দামি গাড়ি কিনে নিতে পারি। অকারণে এত খরচ করে এমন অদ্ভুত ব্যাগ কিনতে যাব কেন?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement