প্রতিযোগীদের জন্য রয়েছে কন্ডোম। —ছবি: সংগৃহীত।
আনুষ্ঠানিক ভাবে শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্স। প্যারিসে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রতিযোগীরা। তাঁদের ভিলেজের ঝলকও ফুটে উঠেছে সমাজমাধ্যমের পাতায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছে যে, প্রতিযোগীদের জন্য ভিলেজের প্রত্যেকটি ঘরে রয়েছে কন্ডোমের বহু প্যাকেট। সেই সব প্যাকেটে লেখা রয়েছে বিশেষ বার্তা। সঙ্গীকে ‘আদর’ করার সময় যেন ‘জিত’ হাসিল করতে পারেন, সেই শুভকামনাও করা হয়েছে।
কন্ডোমের কোনও প্যাকেটে লেখা, ‘‘কন্ডোম ব্যবহারের জন্য কোনও স্বর্ণপদক পাওয়ার প্রয়োজন নেই।’’ আবার কোনও প্যাকেটে লেখা রয়েছে, ‘‘ভালবাসার এই মাঠে সুন্দর ভাবে খেলুন। অনুমতি নিন।’’ নীল রঙের রংচঙে প্যাকেটে রয়েছে অলিম্পিক্স ম্যাসকটের ছবিও। প্রতিযোগীদের উদ্দেশে সেখানে লেখা, ‘‘জয়লাভের আনন্দের চেয়ে বেশি কিছু ভাগ করতে যাবেন না। নিজেকে এবং সঙ্গীকে যৌনরোগ থেকে রক্ষা করুন।’’ অলিম্পিক্সের প্রতিযোগীদের অনুরোধ করা হয়েছে যে, সঙ্গীকে ‘আদর-ভালবাসায়’ ডোবানোর আগে তাঁরা যেন সঙ্গীর অনুমতি নেন। তা হলেই আদরে-আদরে ‘জিত’ হাসিল করতে পারবেন প্রতিযোগীরা।
স্যেন নদীতে ৯৪টি নৌকায় সাড়ে ১০ হাজার প্রতিযোগী নিয়ে শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধন হতে চলেছে। মোট ছ’কিলোমিটার নদীপথে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে শোভাযাত্রা হবে। প্রথা মেনে উদ্বোধনী অনুষ্ঠানের দিন কোনও খেলা নেই।